Kanchanjunga Express Accident

মৃত বিউটির বাড়িতে গিয়ে ক্ষতিপূরণের অর্থ তুলে দিল রেল

রেল আধিকারিকেরা বিউটির স্বামী হাসমত শেখের হাতে ক্ষতিপূরণ বাবদ ৯ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন। নগদ ৫০ হাজার টাকাও দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ২৩:৩২
Kanchanjunga Express Accident

—ফাইল চিত্র।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত বিউটি বেগমের বাড়ি গিয়ে ক্ষতিপূরণ বাবদ অর্থ তুলে দিল রেল। বৃহস্পতিবার গুসকরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদায় বিউটির বাড়িতে যান রেলের আধিকারিকেরা। সেখানে ছিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

Advertisement

রেল আধিকারিকেরা বিউটির স্বামী হাসমত শেখের হাতে ক্ষতিপূরণ বাবদ ৯ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন। নগদ ৫০ হাজার টাকাও দেন। হাসমত বলেন, ‘‘রেলের তরফে ক্ষতিপূরণ পেয়ে খুশি। তবে মানুষটাকে তো আর ফিরে পাব না। যদিও রেলের বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই।’’

সোমবার উত্তরবঙ্গের রাঙাপানিতে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। সেই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ছিলেন বিউটি বেগম। উৎসবে যোগ দিতে তড়িঘড়ি গুসকরায় ফিরছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement