Bihar Police

বাংলায় বিহার পুলিশের ‘দাদাগিরি’, চাকুলিয়ায় চলল গুলি, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসে এক ব্যক্তিকে তুলে নিয়ে যেতে চায় বিহার পুলিশ। স্থানীয়রা বাধা দিলে গুলি চালানো হয় বলে অভিযোগ। এতে একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
চাকুলিয়া শেষ আপডেট: ২৪ মে ২০২৪ ২১:২৮
বাংলায় বন্দুক হাতে বিহার পুলিশের কর্মীরা।

বাংলায় বন্দুক হাতে বিহার পুলিশের কর্মীরা। — ছবি: সংগৃহীত।

বাংলার ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল বিহারের পুলিশের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা। প্রতিবাদে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় পথ অবরোধ স্থানীয়দের। চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

শুক্রবার দুপুরে চাকুলিয়া থানার বিলাতিবাড়ি এলাকায় গাড়ি চুরির তদন্ত করতে এসেছিলেন বিহারের কয়েক জন পুলিশকর্মী। সেখানে এক ব্যক্তিকে আটক করেন তাঁরা। ওই ব্যক্তিকে জোর করে গাড়িতে তুলতে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। অভিযোগ, বাধা পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন বিহারের পুলিশ কর্মীরা। গুলি লেগে এক বাসিন্দা জখম হয়েছেন দাবি করছেন স্থানীয় লোকজন। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বিহারের পুলিশকর্মীদের ধাওয়া করেন স্থানীয় লোকজন। তাঁদের অভিযোগ, সেই সময়ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিহার পুলিশ। তার পর কোনও রকমে এলাকা ছাড়ে তারা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। বেশ কিছু ক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

চাকুলিয়া থানার পুলিশ আধিকারিক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘‘বিহার পুলিশ আমাদের কিছুই জানায়নি। শুনছি, চার, পাঁচ জন পুলিশকর্মী এসেছিলেন। পাঁচ রাউন্ড ফায়ারিং করেছে বলে শুনলাম কিন্তু আমরা এখনও পর্যন্ত তিনটি গুলির খোল পেয়েছি। কী হয়েছে, কেন হয়েছে, তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement