Crime Against Women

মহিলাদের কটূক্তি! প্রতিবাদ করায় যুবককে অস্ত্রের কোপ, অ্যাসিড হামলাও! গ্রেফতার বিহারের বাসিন্দা

পুলিশ সূত্রে, যে যুবকের উপর হামলা হয়েছে, তাঁর নাম সঞ্জয় গোয়ালা। গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিল্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৪
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

মত্ত অবস্থায় বাইক নিয়ে কেরামতি। মহিলাদেরও কটূক্তি! প্রতিবাদ করায় যুবকের উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল রায়গঞ্জে। অভিযোগ, অ্যাসিড হামলার পর যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে। এই ঘটনায় গ্রেফতার বিহারের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে, যে যুবকের উপর হামলা হয়েছে, তাঁর নাম সঞ্জয় গোয়ালা। গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিল্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বাড়ি রায়গঞ্জ থানার খরমুজাঘাট তুলসিতলা এলাকায়। তাঁর অভিযোগ, বিহারের বাসিন্দা কয়েক জন যুবক ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রায়শই তাঁরা মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে বাইক চালান এবং এলাকার মহিলাদের উত্ত্যক্ত করেন। শুক্রবার রাতে এর প্রতিবাদ করায় তাঁর উপর প্রথমে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। তার পর তাঁর চোখে-মুখেও অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। যুবক জানান, তিনি কোনও ক্রমে সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছেন।

এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে শনিবার প্রিন্স কুমার নামে বিহারের বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement
আরও পড়ুন