College Admission

আসন সংখ্যার তুলনায় ভর্তির আবেদন বেশি

কোচবিহার কলেজে মোট আসন ৩,০৬০টি। সেখানে আবেদন জমা পড়েছে প্রায় ২৭ হাজার। কলেজের অধ্যক্ষ পঙ্কজ দেবনাথ জানিয়েছেন, আগের বারের তুলনায় এ বার আবেদনের সংখ্যা কিছুটা বেশি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কোচবিহার ও আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ০৮:৫৩

— প্রতিনিধিত্বমূলক ছবি।

স্নাতকে ভর্তিতে আসন সংখ্যার তুলনায় আবেদন জমা পড়েছে বেশি। কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র একই চিত্র। কোচবিহারের এবিএন শীল কলেজে মোট আসন সংখ্যা ১,৩২৮। কলেজ সূত্রে খবর, সেখানে প্রায় ২১ হাজার আবেদন জমা পড়েছে। আলিপুরদুয়ারের কলেজগুলিতেও আবেদন ব্যাপক হারে বেড়েছে। সূত্রের খবর, জেলায় অপেক্ষাকৃত একাধিক ছোট কলেজে এ বছর ভর্তির আবেদন প্রায় দেড়-দু’গুণ বেড়ে গিয়েছে। বড় কলেজগুলিতেও বেড়েছে ভর্তির আবেদন। অভিন্ন পোর্টালের মাধ্যমে এত আবেদন জমা পড়লেও, জেলার কলেজগুলিতে কত পড়ুয়া ভর্তি হবেন, তা নিয়ে অবশ্য সংশয় থাকছে।

Advertisement

কোচবিহার কলেজে মোট আসন ৩,০৬০টি। সেখানে আবেদন জমা পড়েছে প্রায় ২৭ হাজার। কলেজের অধ্যক্ষ পঙ্কজ দেবনাথ জানিয়েছেন, আগের বারের তুলনায় এ বার আবেদনের সংখ্যা কিছুটা বেশি। দিনহাটা কলেজে বিভিন্ন বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে ৫,১১০টি। মোট আসনের জন্য অনলাইনে বিভিন্ন বিভাগে ভর্তির আবেদন পত্র জমা পড়েছে ১৯,৩৮১টি। গত বছর এই সংখ্যা ছিল ছ’হাজারের কিছু বেশি। অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, ‘‘গত বছরের তুলনায় এ বার আবেদনের সংখ্যা প্রায় চার গুণ বেশি। তবে ‘ফার্স্ট প্রেফারেন্স’ বা প্রথম পছন্দ হিসেবে দিনহাটা কলেজকে বেছে নিয়েছেন, এমন আবেদনকারীর সংখ্যা সাত হাজার মতো।’’ শীতলখুচি কলেজে মোট আসন ২,৫৯০টি। সেখানে আবেদন জমা পড়েছে ৬,৮৯৭টি। মাথাভাঙা কলেজে মোট আসন ৪,৯০০টি। আবেদন জমা পড়েছে ১৫,০০০। কলেজের এক শিক্ষকের কথায়, ‘‘এক জন ছাত্র বা ছাত্রী একাধিক কলেজে আবেদন করেছেন। সে জন্যেই আবেদনের সংখ্যা বেশি এ বছর। ছাত্রছাত্রীর অনুপাতে যে কলেজ রয়েছে, তাতে ভর্তি নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়।’’

এ দিকে, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতাভ রায়ও জানাচ্ছেন, অভিন্ন পোর্টালের মাধ্যমে এ বছর পড়ুয়ারা অনেকগুলো কলেজে এক সঙ্গে আবেদনের সুযোগ পাচ্ছেন। তাই সব কলেজেই এত বেশি আবেদন জমা পড়ছে। তিনি বলেন, “আমাদের কলেজে মোট আসন ৯৫৫টি। গত বছর ভর্তির জন্য প্রায় দেড় হাজার আবেদন জমা পড়েছিল। কিন্তু এ বছর সংখ্যাটা বেড়ে তিন হাজার হয়ে গিয়েছে।’’

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কলেজেও স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এ বছর প্রায় ৭,৫০০টি আবেদন জমা পড়েছে। কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন, “এ বার যে কোনও পড়ুয়াই অনেক কলেজ কিংবা অনেক বিষয়ে আবেদন করতে পেরেছেন। ফলে, সব কলেজেই আবেদনের সংখ্যা কিছুটা বেড়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement