WB Tab Scam

ট্যাব-কাণ্ড: মেদিনীপুরের ‘তরুণের স্বপ্ন’-এর টাকা উত্তরবঙ্গে! শিলিগুড়ি থেকে গ্রেফতার দম্পতি-সহ তিন

ট্যাব-কাণ্ডে পশ্চিম মেদিনীপুর থেকে পুলিশের একটি বিশেষ দল শনিবার রাতে শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে। ওই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ট্যাবের টাকা ঢুকেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:১৬
Tab Case

ট্যাবের টাকা সরানোর ঘটনায় আরও গ্রেফতারি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এ বার শিলিগুড়ি থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নৌকাঘাট এলাকা থেকে এক যুবককে পাকড়াও করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতের নাম মেহবুব হুসেন। তিনি নৌকাঘাট এলাকারই বাসিন্দা। শিলিগুড়ির একটি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন মেহবুব। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই সূত্র ধরে শনিবার রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয় ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য।

Advertisement

ট্যাব-কাণ্ডে পশ্চিম মেদিনীপুর থেকে পুলিশের একটি বিশেষ দল শনিবার রাতে শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে। জানা যায়, ওই দম্পতির ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ট্যাবের টাকা ঢুকেছে। সেই সূত্র ধরে পশ্চিম মেদিনীপুর পুলিশের একটি বিশেষ দল শিলিগুড়ি এসে পৌঁছয় শনিবার। ধৃতদের নাম রুকসানা খাতুন এবং নজরুল ইসলাম। তদন্তকারীরা মনে করছেন, ওই দম্পতি সম্ভবত অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। তাঁদেরও শিলিগুড়ি আদালতে হাজির করানো হয় ট্রানজিট রিমান্ডে পশ্চিম মেদিনীপুর নিয়ে যাওয়ার জন্য। একই ভাবে আলিপুরদুয়ার থেকেও এক জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার অপরাধ থানার পুলিশ। ধৃতের নাম প্রবীর দাস। সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, ‘‘পশ্চিম মেদিনীপুরের একটি হাই স্কুলের ট্যাব দুর্নীতির প্রায় ৭০ হাজার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে চলে যায়। স্কুলের পক্ষ থেকে নভেম্বরের ১৬ তারিখ কেশিয়াড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, মাটিগাড়ার লেলিনপুরের বাসিন্দা দম্পতির অ্যাকাউন্টে ৪ অক্টোবর দশ এবং ১০ হাজার করে মোট কুড়ি হাজার টাকা ঢোকে এবং তাঁরা পরের দিনই সেই টাকা তুলে নেন। সেই অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাঁদের তিন দিনের জন্য রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’’

উল্লেখ্য, এ নিয়ে ট্যাব-কাণ্ডে অন্তত ৩৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ট্যাব-কাণ্ডের ‘ভরকেন্দ্র’ ধরা হচ্ছে উত্তর ২৪ পরগনার চোপড়াকে। শুক্রবারও ওই জেলা থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন