Abdul Karim Chowdhury

আমার দেওয়া প্রার্থিতালিকা মঞ্জুর না করলে... আবার হুঁশিয়ারি দিলেন বিদ্রোহী করিম চৌধুরী

তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে নিয়ে দলের ‘অস্বস্তি’ নতুন নয়। গত কয়েক মাসে কয়েক দফায় জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন করিম। আবার সেই একই ভূমিকায় তিনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১২:৩৩
Again TMC MLA of Islampur Abdul Karim Chowdhury creates controversy

আব্দুল করিম চৌধুরী। — ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটে তাঁর দেওয়া প্রার্থিতালিকা মঞ্জুর না হলে তাঁর লোকজন সকলকে নির্দল হিসাবে দাঁড় করাবেন। এ বার এমনই হুমকি দিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি শুনে তাঁকে দলীয় শৃঙ্খলা মেনে চলার কথা আরও এক বার স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল।

ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরীকে নিয়ে তৃণমূলের ‘অস্বস্তি’ নতুন নয়। গত কয়েক মাসে বেশ কয়েক দফায় জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন করিম। আবার সেই একই ভূমিকায় দেখা গেল তাঁকে। পঞ্চায়েত ভোটে ইসলামপুরে তৃণমূলের প্রার্থী নির্বাচন প্রসঙ্গে করিম চৌধুরী বলেন, ‘‘আমার ব্লকের প্রার্থিতালিকা বানিয়ে পাঠিয়ে দেব। সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুরোপুরি অনুমোদন না দেন, তা হলে আমার প্রার্থীরা নির্দল হিসাবে দাঁড়াবে।’’ ওই প্রার্থীদের অবশ্য ‘গোঁজ প্রার্থী’ বলতে নারাজ তিনি। তাঁর ব্যাখ্যা, ‘‘জনগণের অধিকার আছে নির্বাচনে প্রার্থী হওয়ার। কারণ, কেউ কাজ করতে চাইলে তাঁকে আমি টিকিট না দিয়ে বসিয়ে দেব কেন?’’ পঞ্চায়েত ভোটে নিজের লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন আব্দুল করিম। তাঁর কথায়, ‘‘এখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার চেষ্টা করব আমি।’’

Advertisement

দলীয় বিধায়কের এ হেন মন্তব্য শুনে তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল বলেন, ‘‘উনি দলের বিধায়ক। কাউকে উনি যদি বলেন, ‘তুমি নির্দল দাঁড়িয়ে যাও’, সেটা দল মেনে নেবে না। কারণ, বিধায়কের দল হয় না। দলের বিধায়ক হয়। জেলা সভাপতির দল হয় না। দলের জেলা সভাপতি হয়।’’ তাঁর মতে, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, দল প্রার্থী স্থির করবে। তখন আমি, উনি বা আপনি প্রার্থী ঠিক করবেন তার অবকাশ নেই। নামের প্রস্তাব উনি পাঠাতেই পারেন দলের কাছে। দল যা সিদ্ধান্ত নেবে তা মানতে হবে।’’ এলাকায় কোনও গোষ্ঠীকোন্দল নেই বলেও দাবি করেছেন কানহাইয়ালাল।

আরও পড়ুন
Advertisement