Tourist Dies in Darjeeling

দার্জিলিঙে বেড়াতে এসে মৃত্যু দমদমের যুবতীর! সান্দাকফু ঘুরে টুমলিঙে নেমে অসুস্থ হয়ে পড়েন

আবার দার্জিলিং বেড়াতে এসে কলকাতার এক পর্যটকের মৃত্যু হল। তিনিও সান্দাকফু ঘুরে আসার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃতার নাম অঙ্কিতা ঘোষ। বন্ধুদের সঙ্গে দার্জিলিঙে বেড়াতে এসেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫
death

— প্রতীকী চিত্র।

দার্জিলিঙে বেড়াতে এসে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। মৃতার নাম অঙ্কিতা ঘোষ। দমদমের অশোকনগরের বাসিন্দা ২৮ বছরের ওই যুবতী বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।

Advertisement

জানা গিয়েছে, অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙে একটি হোমস্টে-তে। রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ অবশ্য এখনও জানা যায়নি।

দিন কয়েক আগেই দার্জিলিং থেকে সান্দাকফু ঘুরতে গিয়ে মারা যান এক পর্যটক। তাঁকেও দার্জিলিঙের সুখিয়াপোখরি প্রাথমিক হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মৃতের নাম আশিস ভট্টাচার্য (৬৫)। তিনি ছিলেন কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, উচ্চতার জেরে রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় ওই পর্যটক মারা যান।

২৮ বছরের পর্যটকের মৃত্যুর ঘটনায় বুধবার শোকপ্রকাশ করেছেন পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ। তিনি বলেন, ‘‘মর্মান্তিক ঘটনা। ওই পর্যটক সান্দাকফু থেকে ঘুরে টুমলিঙে নেমেছিলেন৷ টুমলিঙে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।’’

Advertisement
আরও পড়ুন