রবিবার দিল্লির প্রগতি ময়াদনে। মনে পড়ালেন ২০১৯ সালে তামিলনাড়ুতে সৈকত পরিষ্কারের স্মৃতি। টুইটার
রবিবার সরকারি অনুষ্ঠানে দিল্লির প্রগতি ময়দানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েই রাস্তা থেকে আবর্জনা কুড়োতে দেখা যায় তাঁকে। স্বচ্ছ ভারত প্রকল্পের কর্মসূচি নয়, রবিবার ট্রানজিট করিডরের সুড়ঙ্গ উদ্বোধনের অনুষ্ঠান ছিল। তার আগেই ওই এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তখনই হঠাৎ নিচু হয়ে রাস্তা থেকে আবর্জনা কুড়োতে দেখা যায় তাঁকে। প্লাস্টিকের একটি বোতলও কুড়িয়ে কাছেই থাকা আবর্জনা ফেলার পাত্রে ফেলেন তিনি।
মোদীর সেই আবর্জনা কুড়ানোর ভিডিয়ো নিয়ে প্রচারেও নেমেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক অমিত মালবীয়র দাবি, প্রধানমন্ত্রী নজির তৈরি করেছেন।
Commitment to cleanliness is an article of faith for the Prime Minister. Even at the inauguration of the ITPO tunnel, he made it a point to pick up garbage and lead by example… pic.twitter.com/QFJ3QLIoLj
— Amit Malviya (@amitmalviya) June 19, 2022
মোদীর এই ভিডিয়ো মনে পড়াচ্ছে ২০১৯ সালের স্মৃতি। সেই বছর ১২ অক্টোবর ভারত সফরে থাকা চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে চেন্নাইয়ে বৈঠক ছিল মোদীর। চেন্নাই রওনা হওয়ার আগে তামিলনাড়ুর মমল্লপুরমের সমুদ্রসৈকত সাফ করেন মোদী। আধ ঘণ্টা ধরে প্লাস্টিক-সহ নানা রকমের বর্জ্য পদার্থ কুড়িয়ে চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরের ওই সমুদ্রসৈকত পরিষ্কার করে দেন তিনি। সেই ভিডিয়ো নিজেও টুইট করেছিলেন প্রধানমন্ত্রী।
Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy!
Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
সে বার মমল্লপুরমের তাজ ফিশারম্যানস কোভ রিসর্ট অ্যান্ড স্পা হোটেল ছিলেন মোদী। ভিডিয়োয় দেখা যায়, সেই হোটেলের কাছে সমুদ্রসৈকতে যত প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছে, ঘুরে ঘুরে সেই সবই কুড়িয়ে নিচ্ছেন তিনি। প্যাকেটে ভরে তাঁকে তুলে দিতে দেখা যায় হোটেলকর্মী জয়রাজের হাতে।