WB panchayat Election 2023

মুর্শিদাবাদে ১৪৪ ধারা লঙ্ঘন! কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলায় অভিযুক্ত তৃণমূল

মনোনয়নের পঞ্চম দিন বুধবার দুপুরে ডোমকলের জনকল্যাণ মাঠের দলীয় কার্যালয় থেকে মিছিল করে ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার কর্মসূচি ছিল তৃণমূলের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ২৩:৫২
TMC.

—প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই তেতে উঠেছিল মুর্শিদাবাদ। বিশেষত ডোমকল এবং রানিনগর। বুধবার মনোনয়ন পঞ্চম দিনেও এই দুই জায়গায় শাসক-বিরোধীদের অভিযোগ, পাল্টা অভিযোগের ধারা অব্যাহত থাকল। মনোনয়ন প্রক্রিয়া সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে করতে মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ডোমকলে সেই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম নেতৃত্বে দলীয় প্রার্থী এবং কর্মী-সমর্থকেরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যান। রানিনগরেও কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এই দুই অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল।

মনোনয়নের পঞ্চম দিন বুধবার দুপুরে ডোমকলের জনকল্যাণ মাঠের দলীয় কার্যালয় থেকে মিছিল করে ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার কর্মসূচি ছিল তৃণমূলের। সেই মিছিলের নেতৃত্ব দেন জাফিকুল। তাতেই প্রশ্ন উঠেছে, ব্লক অফিসের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কী ভাবে মিছিল করে ব্লক অফিসে মিছিল নিয়ে গেলেন বিধায়ক! সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, ‘‘বিধায়ক নিয়ম ভঙ্গ করছেন। এর থেকে বড় প্রহসন আর কী হতে পারে!’’ জাফিকুলের পাল্টা বক্তব্য, ‘‘যেখানে ১৪৪ ধারা ছিল, সেই জায়গা অব্দি মিছিল যায়নি। বিরোধীরা মিথ্যা অভিযোগ করে বাজার গরম করছেন।’’

Advertisement

রানিনগরেও রাতের অন্ধকারে কংগ্রেস প্রার্থীর বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, মঙ্গলবার রাতে রানিনগর থানার ভাটু কোমনগর এলাকায় তাদের দলের প্রার্থী-সহ চার সমর্থকের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস প্রার্থী রুমানা বিবি বলেন, ‘‘জনা ত্রিশেক তৃণমূল দুষ্কৃতী বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। বাড়ির টিভি, মোবাইল ভাঙচুর করে। ঘর, টালি সব ভেঙে দেওয়া হয়।’’ তৃণমূলের অবশ্য দাবি, এই হামলার ঘটনার পিছনে কংগ্রেসেরেই গোষ্ঠীকোন্দল রয়েছে। রানিনগর ২ ব্লক সভাপতি শাহ আলম সরকার বলেন, ‘‘কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তৃণমূলের কেউ এর সঙ্গে জড়িত নন।’’

আরও পড়ুন
Advertisement