Murshidabad TMC

TMC worker injured: মুর্শিদাবাদে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

গুরুতর জখম অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ২৩:২৩
গুলিবিদ্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী।

গুলিবিদ্ধ তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী। — নিজস্ব চিত্র।

অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি। তিনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অধরা দুষ্কৃতীরা।

রবিবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার খোজারপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। রঘুনাথগঞ্জ থানার মির্জাপুরে সোনার বাংলা সিমেন্ট কারখানার ওই কর্মী তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে মির্জাপুর থেকে দক্ষিণগ্রামের বাড়ির দিকে বাইকে করে যাওয়ার সময় রঘুনাথগঞ্জ থানার খোজারপাড়া এলাকায় দুষ্কৃতীরা তাঁর বাইক থামিয়ে পায়ে গুলি করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন তাঁকে কেউ গুলি করল, তার কোনও সদুত্তর মেলেনি। ফলে দানা বেঁধেছে রহস্য।

Advertisement
আরও পড়ুন
Advertisement