Jiban Krishna Saha

জীবনের বাড়িতে উঁকিঝুঁকি চার তৃণমূল নেতার! সিবিআইয়ের তলবে হাজির বিধায়কের বাড়িতে

রবিবার দুপুরে বিধায়কের বাড়ির নীল গেটে উঁকিঝুঁকি দিতে দেখা যায় তৃণমূল নেতাদের। বেশ কিছু ক্ষণ অপেক্ষার পরে সিবিআইয়ের অনুমতি নিয়ে জীবনের বাড়িতে ঢোকেন তাঁরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৪:৫৪
TMC leaders go to TMC MLA Jiban Krishna Saha’s house

তৃণমূল নেতাদের দাবি, বিধায়ক কিছু কথা বলতে চান তাঁদের সঙ্গে। তাই তাঁরা এসেছেন। —নিজস্ব চিত্র।

দুপুর পর্যন্ত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে বার কয়েক জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এখনও তাঁর ছুড়ে ফেলা দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ চলছে। তার মধ্যেই বিধায়কের বাড়িতে ছুটে যেতে দেখা গেল এলাকার ৪ তৃণমূল নেতাকে। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষও। রবিবার দুপুরে বিধায়কের বাড়ির নীল গেটে উঁকিঝুঁকি দিতে দেখা যায় ওই নেতাদের। বেশ কিছু ক্ষণ অপেক্ষার পরে সিবিআইয়ের অনুমতি নিয়ে জীবনকৃষ্ণের বাড়িতে প্রবেশ করেন চার নেতা।

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তারা বেশ কিছু তথ্য পেয়েছে। সে সব নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ওই ৪ তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। যদিও তৃণমূল নেতাদের দাবি, বিধায়ক কিছু কথা বলতে চান তাঁদের সঙ্গে। তাই তাঁরা এসেছেন। এই নেতারা হলেন পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম, ব়়ড়ঞা ব্লক তৃণমূল সভাপতি রবীন কুমার ঘোষ, বড়ঞার তৃণমূলের যুব সভাপতি শামসের দেওয়ান, এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক জানে আলম।

Advertisement

মাহে আলমকে ফোন করা হলে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘দলীয় কিছু বিষয়ে আলোচনার জন্য বিধায়ক আমাদের ডেকেছেন। তদন্তকারীরাও অনুমতি দিয়েছেন। একটু দেরি হচ্ছে। আমরা অপেক্ষা করছি আলোচনার জন্য।’’

Advertisement
আরও পড়ুন