Arrest

নদিয়ায় ৭.২৫ লক্ষ টাকা ভারতীয় জাল নোট সমেত সীমান্তে গ্রেফতার তিন

দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ায়ের ডিআইজি (জনসংযোগ) একে আর্য বলেন, ‘‘যে কোনও রকম অপরাধ রুখতে সীমান্তরক্ষী বাহিনী সব সময়েই সচেষ্ট। সীমান্ত বরাবর পাচারের ঘটনা শূন্যে নামিয়ে আনতে প্রয়াস চালাচ্ছে বিএসএফ।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ২০:১৩

—প্রতীকী ছবি।

ভারত-বাংলাদেশ কাঁটাতার লাগোয়া সীমান্ত সড়ক ধরে মোটরবাইকে নদিয়ার মুরুটিয়া থানা এলাকা থেকে হুগলবেড়িয়া যাওয়ার চেষ্টা করছিল দুই ব্যক্তি। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তিন বাইক আরোহীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানেরা। তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় তল্লাশি। তাতেই তাঁদের কাছ থেকে সাত লক্ষ ২৫ হাজার টাকার জাল ভারতীয় নোট উদ্ধার হয়। এর পর তিন জনকেই গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত মরুটিয়া থানা এলাকার দিগলকান্দি পশ্চিমপাড়ার বাসিন্দা নজরুল শেখ, বিপ্লব কীর্তনীয়া ও নয়ন শেখ নামে ওই তিন ব্যক্তি দিগলকান্দি সীমান্ত চৌকি নজরদারি এলাকার সীমান্ত সড়ক দিয়ে ৭ লক্ষ ২৫ হাজার টাকার জাল ভারতীয় নোট নিয়ে হুগলবেরিয়া থানা এলাকার দিকে যাচ্ছিল। ওই জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। তিন জনকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রেও খবর, জাল নোট কারবারের অন্যতম মূল পাণ্ডা নয়ন এবং নজরুল। মালদহের কালিয়াচক থেকে জাল নোটগুলি সংগ্রহ করে নদিয়ার একাধিক সীমান্ত এলাকা ও উত্তর ২৪ পরগনার বারাসত বনগাঁ সীমান্তে পাচারকারীদের কাছে নোটগুলি পৌঁছে দেন এই দু’জন। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও বাগে আনতে চাইছে পুলিশ।

দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ায়ের ডিআইজি (জনসংযোগ) একে আর্য বলেন, ‘‘যে কোনও রকম অপরাধ রুখতে সীমান্তরক্ষী বাহিনী সব সময়েই সচেষ্ট। সীমান্ত বরাবর পাচারের ঘটনা শূন্যে নামিয়ে আনতে প্রয়াস চালাচ্ছে বিএসএফ।’’

আরও পড়ুন
Advertisement