Domkol Police Station

ডায়েরি করতে গিয়ে জুটল প্রহার! ডোমকল থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ আইআইটি প্রাক্তনীর

ঘটনাটি বিস্তারিত ভাবে জানিয়ে ওই যুবক জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের একাধিক মহলে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৭:৫৬
Beaten By Police

প্রহৃত ইমন কল্যাণ। —নিজস্ব চিত্র।

ব্যাঙ্কের পাসবই হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন খড়্গপুর আইআইটি-র এক প্রাক্তনী তথা গবেষক। প্রহৃত ইমন কল্যাণের অভিযোগ, থানার দুই আধিকারিক এবং একাধিক কনস্টেবল সিসি ক্যামেরার নজরদারি বিহীন একটি ঘরে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করেছেন। অসুস্থ হয়ে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন মহাকুমা হাসপাতালে।

Advertisement

ইমনের দাবি, খড়্গপুর আইআইটি-তে পড়াশোনা করার সময় তিনি তাঁর ব্যাঙ্কের পাসবইটি হারিয়ে ফেলেন। মুর্শিদাবাদের ডোমকলে বাড়ি ফিরে সেটা বুঝতে পেরে থানায় গিয়েছিলেন একটি জেনারেল ডায়েরি করতে। সেখানে কর্তব্যরত এক পুলিশকর্মী তাঁর সঙ্গে অহেতুক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করলে তাঁকে একটি ঘরে নিয়ে যান পুলিশ আধিকারিক এবং পুলিশকর্মীরা। সেখানে তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়।

এমনকি, ইমনের বাবা-মা ঘটনার খবর পেয়ে থানায় গেলে তাঁদেরও হেনস্থা করা হয়েছে। ঘটনাটি বিস্তারিত ভাবে জানিয়ে ওই যুবক জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের একাধিক মহলে অভিযোগ দায়ের করেছেন।

ডোমকলের কর্তব্যরত পুলিশ ইনস্পেক্টরের বিরুদ্ধে তিনি হেনস্থার অভিযোগ করেছেন। তাঁর দাবি, একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। তিনি ওই পুলিশ আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছেন। অন্য দিকে, জেলা পুলিশের তরফে এ নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার খোঁজখবর করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন