এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাড়ি থেকে কিছুটা দূরে অন্ধকার ঝোপ। সেখান থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ। এ নিয়ে চাঞ্চল্য মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার দক্ষিণ ঘোষপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম হান্নান শেখ। স্থানীয় সূত্রের খবর, ৪৫ বছরের হান্নান শুক্রবার থেকে ‘নিখোঁজ’ ছিলেন অভিযোগ পরিবারের। আত্মীয়-স্বজন, বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। শনিবার সকাল ৭টা নাগাদ হান্নানের বাড়ির অনতিদূরে একটি ঝোপের মধ্যে তাঁর দেহ দেখতে পান স্থানীয় কয়েক জন। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ, হান্নানকে অন্যত্র খুন করা হয়েছিল। পরে ওই ঝোপে তাঁর দেহ ফেলেছে আততায়ীরা। পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে জলঙ্গি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করার পর ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্য দিকে, যাঁরা প্রথমে দেহটি পড়ে থাকতে দেখেন, তাঁদের দাবি, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। পুলিশের প্রাথমিক অনুমানও তাই। যদিও সরকারি ভাবে এ নিয়ে এখনই তদন্তকারীরা কোনও মন্তব্য করতে চান না।
খুনের নেপথ্যে কারণ কী থাকতে পারে? মৃতের পরিবারের সদস্যেরা জানাচ্ছেন, আর্থিক লেনদেন সংক্রান্ত একটি ব্যাপারে হান্নানের সঙ্গে শত্রুতা ছিল। যদিও কারও বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ করেননি তাঁরা। মৃতের দাদা ঘেন্টু শেখ বলেন, ‘‘শুক্রবার বিকেল থেকে ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়িতে কোনও সমস্যা ছিল না। আর ওর শারীরিক কোনও অসুস্থতাও ছিল না। আমাদের অনুমান, অন্য কোথাও ওকে খুন করে বাড়ির পিছনে দেহ ফেলে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখুক।’’