নিজস্ব চিত্র।
কোভিডের কারণে এ বারও নদিয়ার মায়াপুরে ইসকনের রথের চাকা গড়াবে না। প্রতি বার রথযাত্রায় রাজাপুর থেকে তিনটি রথ ইসকন মন্দিরে আসে। কিন্তু, এ বছর একটি রথও আসবে না। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য একটি ছোট রথ বের করা হবে।
জগন্নাথের আপন বাড়ি রাজাপুর মন্দির থেকে মায়াপুরে মাসির বাড়ি পর্যন্ত রথ টানার রীতি। সেখানে চন্দ্রোদয় মন্দির লাগোয়া গঙ্গার পাড়ে শ্রীকুঞ্জে তৈরি হয় চোখ ধাঁধানো অস্থায়ী গুণ্ডিচা মন্দির। সাত দিন ধরে বসে রথের মেলা। হাজার হাজার মানুষের ভিড় হয়। কিন্তু সেই রথযাত্রা ঘিরে দেশ-বিদেশের মানুষের উন্মাদনা এ বছরও স্থগিত থাকছে। গত বছরও কোভিড সংক্রমণের জেরে বন্ধ ছিল রথযাত্রা উৎসব।
বিধি-নিষেধ মেনে কয়েক সপ্তাহ আগে ভক্তদের জন্য খোলা হয়েছে ইসকন মন্দির। সোজা ও উল্টো রথযাত্রার দিন সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরের মূল ফটক। সাধারণ ভক্ত-পর্যটকরা প্রবেশের সুযোগ পাবেন না। চারটের পর মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা।