Arrest

কাপড়ের ভাঁজে অস্ত্র পাচারের চেষ্টা, কাটোয়া থেকে গ্রেফতার এক মহিলা

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম পুতুল দাস ওরফে কল্পনা। তাঁর বাড়ি নদিয়া জেলার নবদ্বীপের বিষ্ণুপ্রিয়ার মনসা পাড়া এলাকায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ২২:৫৪
image of gun

কাটোয়ার ভাগীরথীর ছেঁড়াকাল ঘাটের কাছে ওই মহিলাকে ধরেছে পুলিশ। ছবি: প্রতীকী

কাপড়ের ভাঁজে অস্ত্র পাচার! নদীয়া থেকে অস্ত্র সরবরাহ করতে গিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ায় পুলিশের হাতে ধরা পড়লেন এক মহিলা। কাটোয়ার ভাগীরথীর ছেঁড়াকাল ঘাটের কাছে ওই মহিলাকে ধরেছে পুলিশ। তাঁর ব্যাগ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম পুতুল দাস ওরফে কল্পনা। তাঁর বাড়ি নদিয়া জেলার নবদ্বীপের বিষ্ণুপ্রিয়ার মনসা পাড়া এলাকায়। মঙ্গলবার ধৃত মহিলাকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ভাগীরথী নদীর ছেঁড়াকাল ঘাটের কাছে ওই মহিলাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে। তাঁর হাতে ছিল প্লাস্টিকের একটি ব্যাগ। পুলিশকে দেখে সেই ব্যাগটি লুকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তল্লাশি চালাতেই দেশি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কোথা থেকে এই অস্ত্র আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Advertisement