এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
বছর নয়ের দুই নাবালককে যৌন হেনস্থার অভিযোগ এক প্ৰৌঢ়ের বিরুদ্ধে। নদিয়ার তেহট্টের একটি গ্রামের ঘটনা। নাবালকের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তবে অভিযুক্ত পলাতক।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বয়স ৫০ বছর। তিনি বাড়িতে একাই থাকেন। স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্য অন্যত্র থাকেন। দুই ‘নির্যাতিত’ নাবালকের বাড়ি ওই গ্রামেই। অভিযোগ, কোনও একটি অছিলায় দুই নাবালককে নিজের বাড়িতে ডেকেছিলেন অভিযুক্ত। তার পর তাদের যৌন হেনস্থা করেন।
দুপুরে দুই কিশোর বাড়িতে ফিরে বড়দের সব কথা জানায়। লোক জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় গ্রামে। বিপদ বুঝে বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। দুই নাবালকদের বাড়ির অভিযোগ, ওই প্রৌঢ়ের মানসিক বিকৃতি আছে। আগেও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সেই সময় এলাকার কয়েক জন বকাবকি করে ছেড়ে দিয়েছিলেন প্রৌঢ়কে। সে বার তাই বিশেষ লোক জানাজানি হয়নি। কিন্তু কয়েক দিনের মধ্যে আবার একই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, দুই নাবালকের পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘পকসো আইনে মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।’’