Berhampur

Berhampore: বহরমপুরে বন্ধ ঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার বৃদ্ধ দম্পতি

স্থানীয় বাসিন্দারা জানান, ওই দম্পতির ছেলেমেয়ে বাইরে থাকেন। দোতলা বাড়িতে স্ত্রী মঞ্জুকে নিয়ে থাকেন প্রদীপ সাহা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ১৩:৪১
উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে বৃদ্ধাকে। নিজস্ব চিত্র।

উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে বৃদ্ধাকে। নিজস্ব চিত্র।

বন্ধ ঘর থেকে অসুস্থ বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরের পূর্বাচল পাড়ায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই দম্পতির ছেলেমেয়ে বাইরে থাকেন। দোতলা বাড়িতে স্ত্রী মঞ্জুকে নিয়ে থাকেন প্রদীপ সাহা। বয়সজনিত কারণে অসুস্থ প্রদীপ। কানেও বিশেষ শুনতে পান না। প্রতি দিনই মঞ্জু বাড়ির সদর দরজায় জল দেন। পড়শিদের সঙ্গে জানলায় দাঁড়িয়ে কথাও বলেন।

Advertisement

এক প্রতিবেশী জানান, শুক্রবার সকালে মঞ্জুকে দেখা যায়নি। বেলা গড়ালেও কোনও সাড়াশব্দ না মেলায় পাড়ার সকলে মিলে দরজা ধাক্কা দিতে শুরু করেন। বাড়ির ভিতর থেকে গোঙানির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে। তার পর পুলিশ এসে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকতেই দেখে মেঝেতে শুয়ে রয়েছন মঞ্জু। আর গোঙাচ্ছেন। পাশের ঘরে ছিলেন প্রদীপ। তিনিও অসুস্থ। কথা বলতে পারছিলেন না।

এর পরই অ্যাম্বুল্যান্স ডেকে মঞ্জুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রদীপের চিকিৎসার ব্যবস্থা করানো হয়।

আরও পড়ুন
Advertisement