বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার নিজস্ব চিত্র।
ভেন্টিলেশন খারাপ থাকায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল বহরমপুরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনার জেরে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় নার্সিংহোম চত্বরে।
মুর্শিদাবাদের ভরতপুরের বাসিন্দা শান্তনু মণ্ডল (৩৮) গত ২৮ দিন ধরে বহরমপুর থানার পাশে একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। কিছুদিন পরে আবার পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট নেগেটিভ আসে শান্তনুর। চিকিৎসকরা তাঁকে ছুটি দেওয়ার কথাও বলেন।
পরিবারের অভিযোগ, নার্সিংহোমের ভেন্টিলেশন খারাপ থাকায় হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয় শান্তনুর। সোমবার তাঁর মৃত্যু হয়। চিকিৎসার জন্য প্রচুর টাকা নেওয়ার পরেও হাসপাতালের গাফিলতিতে শান্তনুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
যদিও এই প্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, ভেন্টিলেশন ঠিক মতোই চলছিল। কিন্তু তার মধ্যে কী ভাবে যুবকের মৃত্যু হল তা চিকিৎসকরা বলতে পারবেন।