রবি বোপারা। —ফাইল চিত্র।
যুবরাজ সিংহের স্মৃতি ফিরিয়ে আনলেন রবি বোপারা। সে বার ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ। এ বার হল উল্টো। ভারতের রবিন উথাপ্পার বলে ছ’টি ছক্কা মারলেন ইংল্যান্ডের বোপারা। ম্যাচ জিতল ইংল্যান্ড। পর পর তিন ম্যাচ হেরে হংকং সিক্সেস প্রতিযোগিতা থেকে বিদায় নিল ভারত।
ভারতের অধিনায়ক উথাপ্পার প্রথম বল সোজা উড়িয়ে দেন ইংল্যান্ডের অধিনায়ক বোপারা। দ্বিতীয় বলটি তিনি মারেন মিড উইকেট এলাকায়। তৃতীয় বল গিয়ে পড়ে লং অফ বাউন্ডারিতে। চতুর্থ বলটি বাউন্সার করেন উথাপ্পা। সেটিও মিড উইকেটে খেলেন বোপারা। পঞ্চম বলটি তিনি আবার মারেন লং অফের উপর দিয়ে। ইচ্ছা করেই পরের বলটি ওয়াইড করেন উথাপ্পা। তাতে অবশ্য লাভ হয়নি। শেষ বলটিতেও ছক্কা মারেন বোপারা। ওভারে ৩৭ রান ওঠে।
মাত্র ১৪ বলে অর্ধশতরান করেন বোপারা। ৫৩ রান করে অবসর নেন তিনি। আর এক ব্যাটার সমিত পটেল ১৮ বলে ৫১ রান করেন। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১২০ রান করে ইংল্যান্ড। জবাবে ৬ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করে। বল হাতেও সফল বোপারা। ১১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
এই প্রতিযোগিতায় এর আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির কাছে হেরেছে ভারত। এ বার ইংল্যান্ডের কাছেও হারল তারা। টানা তিনটি ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ভারত।