Beldanga Blast

বেলডাঙা বিস্ফোরণ-কাণ্ড: আদালতে চার্জশিট জমা এনআইএ-র

এনআইএ-র কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী জানিয়েছেন, ওই মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। একজন বাদে বাকিরা সকলেই জামিনে রয়েছে।

Advertisement
শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ০৮:২৫
representational image

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রায় এক বছর তদন্ত চালিয়ে মুর্শিদাবাদের বেলডাঙা বোমা বিস্ফোরণ মামলায় চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার ছয় অভিযুক্তের বিরুদ্ধে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে ৩৩ পাতার ওই চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা। চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর ধারা, সাক্ষ্যপ্রমাণ লোপাট, বিস্ফোরক আইনের তিনটি ধারা এবং ইউএপিএ-র ধারায় অভিযোগআনা হয়েছে।

Advertisement

এনআইএ-র কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী জানিয়েছেন, ওই মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। একজন বাদে বাকিরা সকলেই জামিনে রয়েছে। জামিনে থাকা ইমাদুল শেখ ওরফে আনাজ মাস্টার, সুখচাঁদ আলি, তাহাবুল শেখ, হাজিবুর রহমান এবং মাসুদুল শেখের নাম রয়েছে চার্জশিটে। এ ছাড়া, চার্জশিটে নাম রয়েছে জেল হেফাজতে থাকা মনসুর আলিরও।

গত বছর জানুয়ারি মাসে মুর্শিদাবাদের বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় বাড়ির মালিক ইয়াসউদ্দিন শেখের। বিস্ফোরণস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ভাঙা ঘর থেকে ৭৫টি সকেট বোমা উদ্ধার করে। এর পাশাপাশি উদ্ধার হয় বোমা তৈরির প্রচুর উপকরণও। গত বছর অক্টোবর মাসে বেলডাঙা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তভার হাতে নেয় এনআইএ। এ দিন জমা দেওয়া চার্জশিটে নাম রয়েছে ওই ইয়াসউদ্দিনেরও।

আদালতে জমা দেওয়া চার্জশিটে এনআইএ জানিয়েছে, বোমা বাঁধতে গিয়ে সেখানে থাকা বিস্ফোরকে আগুন লেগে গেলে ওই বিস্ফোরণ ঘটে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তাদের। ছ’জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হলেও বাকি আটজনকে এখনই ছাড় দিতে নারাজ তদন্তকারীরা। তাঁরা জানিয়েছেন, সকলের বিরুদ্ধেই ইউএপিএ ধারা রয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে। ওই তদন্ত শেষ হলেই চার্জশিট জমা দেওয়া হবে বলে এনআইএ সূত্রে খবর।

আরও পড়ুন
Advertisement