Murder

বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন শাশুড়ি! চাকদহে আটক বৌমা

বৌমার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারায় ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
চাকদহ শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ ২৩:৪১

—প্রতীকী ছবি।

শোওয়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক বৃদ্ধার। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বৃদ্ধার নাম জ্যোৎস্না হালদার (৮২)। বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চাকদা থানার শিমুরালি চাদুরিয়া এলাকায়। বৌমার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারায় ওই বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের। ইতিমধ্যেই এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বৃদ্ধার নাতনির শ্বশুর চাকদাহের বৌমার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃদ্ধার বৌমা আরতি হালদারের সঙ্গে তাঁর মেয়ের শ্বশুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন ওই বৃদ্ধা। তা নিয়ে শুরু হয় অশান্তি। পরিবারের লোকজনদের বলে দেওয়ার কথা জানালে ওই বৃদ্ধাকে আরতি বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বৌমার অত্যাচার সহ্য করতে না পেরে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করেন ওই বৃদ্ধা। প্রতিবেশীদের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে ফেলার রাগে ওই বৃদ্ধাকে তাঁর বৌমা শ্বাসরোধ করে খুন করেছেন। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। অবশেষে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৌমা আরতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রতিবেশী সুলেখা মণ্ডলের দাবি, ‘‘দীর্ঘ দিন ধরে আরতির সঙ্গে তাঁর বেয়াইয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই খবর জানতে পেরে আপত্তি করেন ওই বৃদ্ধা। এর পর তাঁকে শ্বাসরোধ করে খুন করেছে।’’ অভিযুক্ত আরতি অবশ্য দাবি, ‘‘বাড়িতে কোনও অশান্তি ছিল না। কেন উনি আত্মহত্যা করলেন, বুঝতে পারছি না। আমি কিছুই জানি না।’’

রানাঘাট পুলিশ জেলার সুপার কুমার সানিরাজ বলেন, ‘‘বৃদ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বৃদ্ধার বৌমাকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement