sweet

মিহিদানা খেয়ে অসুস্থ শতাধিক শিশু, ভরতপুরে তদন্তে নামল পুলিশ

সোমবার দুপুরে মিহিদানা খাওয়ার পর থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ভরতপুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২২:৩৪
শিশুদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শিশুদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। —নিজস্ব চিত্র।

মিহিদানা খেয়ে অসুস্থ হয়ে পড়ল ভরতপুরের পাঁচটি গ্রামের শতাধিক শিশু। সোমবার সন্ধ্যায় অসুস্থদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছে স্বাস্থ্য দফতর। ঘটনার তদন্তে নেমেছে ভরতপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার ভরতপুরে আমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচটি গ্রামের এক হকারের কাছ থেকে মিহিদানা কিনে খেয়েছিল ওই শিশুরা। সোমবার দুপুরে মিহিদানা খাওয়ার পর থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সন্ধ্যা নাগাদ ওই শিশুদের অনেকেরই পেটব্যথা হতে শুরু করে। বহু শিশু আবার বার বার ঘুমিয়ে পড়ছে বলেও দাবি তাদের অভিভাবকদের। খবর পেয়ে ওই শিশুদের ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদল। তবে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

দুপুরে মিহিদানা খেয়ে তাঁর শিশুপুত্রও অসুস্থ হয়েছে বলে দাবি আমলাই মাছপাড়া গ্রামের বাসিন্দা মরিয়ম বিবির। তিনি বলেন, ‘‘আমাদের গ্রামে প্রায়ই মিহিদানা বেচতে আসে এক হকার। দুপুরবেলা তাঁর কাছ থেকে মিহিদানা কিনে খাওয়াতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে।’’

ঘটনার তদন্তে নেমে ওই মিহিদানার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে ভরতপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Advertisement