WB Municipal Election

WB municipal election 2022: বিধায়ককে প্রার্থী করল বিজেপি, কটাক্ষ তৃণমূলের

বিজেপি মুখে না বললেও বহরমপুরে দলের বিধায়ক সুব্রত মৈত্র-কে সামনে রেখেই তারা পুরভোটে লড়াই করতে নেমেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৩২
মনোনয়ন জমা দেওয়ার অপেক্ষায় মহিলা প্রার্থীরা, বহরমপুরে।

মনোনয়ন জমা দেওয়ার অপেক্ষায় মহিলা প্রার্থীরা, বহরমপুরে। নিজস্ব চিত্র।

দলের বিধায়ককে আসন্ন পুরভোটে প্রার্থী করে চমক দিল বিজেপি। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে তারা বহরমপুর পুরসভায় প্রার্থী করেছে। বিজেপি মুখে না বললেও বহরমপুরে দলের বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চনকে সামনে রেখেই তারা পুরভোটে লড়াই করতে নেমেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এমনিতেই গত বিধানসভা নির্বাচনের নিরিখে বহরমপুর পুরসভায় তৃণমূল এবং কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। তার উপর বহরমপুরের বিজেপি বিধায়ক পুরভোটে প্রার্থী হওয়ায় তৃণমূলের কাছে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিদায়ী বোর্ডে বহরমপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুব্রত। কিন্তু ওই আসনটি এ বার সংরক্ষিত হওয়ায় তিনি ২৫ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাঞ্চন বহরমপুর পুরসভায় ২০০৩-’০৮ এবং ২০১৩-’১৮ দু’দফায় কংগ্রেসের টিকিটে ১০ বছরের কাউন্সিলর ছিলেন। ২০১৬ সালে তিনি তৃণমূলে নাম লিখিয়েছিলেন। তারপর ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে গত বিধানসভা নির্বাচনে তিনি জয়ী হন। ফলে তাঁর অভিজ্ঞতাকে পুরসভা নির্বাচনে কাজে লাগাতে পুরভোটে তাঁকে প্রার্থী করেছে দল। কাঞ্চন বলছেন, ‘‘দল আমায় স্বীকৃতি দিয়েছে। আগে-পিছে বুঝি না। বিধানসভা ভোটে বহরমপুর শহরের মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমি পুরভোটেও শহরের সকলের কাছে ভোট-ভিক্ষার ঝুলি নিয়ে যাব। ভোটের পর বোঝা যাবে মানুষ কাদের ক্ষমতায় এনেছে।’’ তাঁর দাবি, ‘‘গত বিধানসভা নির্বাচনে শহরের ১৯ নম্বর ওয়ার্ড বাদে সব ওয়ার্ডে আমরা লিড পেয়েছি।’’

Advertisement

তবে বহরমপুর শহর তৃণমূলের সভাপতি তথা বহরমপুর পুরসভার তৃণমূলের ‘মুখ’ নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলছেন, ‘‘বিধানসভা নির্বাচনে বিজেপির যে হাওয়া ছিল তা এখন উবে গিয়েছে। বিজেপি পুরভোটে বহরমপুরে প্রার্থী খুঁজে পাচ্ছিল না। তাই দলীয় কর্মীদের সাহস জোগাতে বিধায়ককে প্রার্থী করতে বাধ্য হয়েছে তারা। তাতে লাভ হবে না। বহরমপুরে তৃণমূলের প্রার্থীরা সকলেই জয়লাভ করবেন।’’ বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদের সভাপতি শাখারভ সরকার বলেন, "বিজেপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়। আমাদের দল কাউকে সামনে রেখে লড়াই করছে না। দল লড়াই করছে। সেখানে প্রার্থী যে কেউ হতে পারেন।’’

সোমবার বিকেলে বিজেপির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা দু’টি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করে। মঙ্গলবার দক্ষিণ মুর্শিদাবাদ জেলায় ৫টি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দক্ষিণ মুর্শিদাবাদের আওতায় থাকা বহরমপুর, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, কান্দি পুরসভার সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তবে বেলডাঙায় ১০টি ওয়ার্ডে তালিকা প্রকাশ করা হয়। ওই পুরসভার ১, ৬, ৯ ও ১২ ওয়ার্ডে এ দিন সন্ধ্যা পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ
করেনি বিজেপি।

আরও পড়ুন
Advertisement