Murshidabad Deaths

স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে, রাগে-অপমানে দুই সন্তানকে বিষ খাইয়ে গঙ্গায় একসঙ্গে মরণঝাঁপ যুবকের

মঙ্গলবার প্রথমে মেয়ে রক্তিমা দাসকে বিষ খাইয়ে দেন রাজেশ। তার পর ছেলে আর্যবীরের খাবারে বিষ মিশিয়ে দেন। দুই সন্তানকে নিয়ে জিয়াগঞ্জ ১০ নম্বর ওয়ার্ড এলাকায় গঙ্গার ঘাটে চলে যান ওই যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২০:৪৩

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে ঘর ছেড়েছেন স্ত্রী। সেই থেকে মানসিক অবসাদে ভুগছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের যুবক রাজেশ দাস। স্ত্রীর প্রতি ক্ষোভে দুই নাবালক সন্তানকে বিষ খাইয়ে তাদের নিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন যুবক।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার নিহালিয়া-স্টিমার ঘাট এলাকার বাসিন্দা রাজেশের সঙ্গে কয়েক বছর আগে মৌ দাসের বিয়ে হয়। কয়েক মাস আগে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান মৌ। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়েছিল। তবে পরকীয়ার সম্পর্ক থেকে বেরোতে চাননি ওই যুবতী। বরং স্বামী এবং দুই সন্তানকে ছেড়ে মাস দুয়েক আগে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। প্রতিবেশীরা জানাচ্ছেন, সেই থেকে অবসাদে ভুগছেন রাজেশ।

যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রথমে মেয়ে রক্তিমা দাসকে বিষ খাইয়ে দেন রাজেশ। তার পর ছেলে আর্যবীর দাসের খাবারে বিষ মিশিয়ে দেন। তার পর দুই সন্তানকে নিয়ে জিয়াগঞ্জ ১০ নম্বর ওয়ার্ড এলাকায় গঙ্গার ঘাটে চলে যান ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক সন্তানের হাতে ধরে এবং অন্য জনকে কোলে নিয়ে নদীর ঘাটে গিয়ে এক সঙ্গে ঝাঁপ দেন রাজেশ। স্থানীয়েরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করতে নামেন। তিন জনকে উদ্ধারও করা গিয়েছে। প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল জিয়াগঞ্জ হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তিন জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সকলের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

রাজেশের মা খুকু দাস জানান, তিনি একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন। সেই কাজে গিয়ে খবর পান ছেলে নাতি-নাতনিকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রৌঢ়া বলেন, ‘‘আমার বৌমা অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার পর থেকে ছেলে মানসিক অবসাদে ভুগছিল। মাঝেমাঝে ও সন্তানদের উপরেও বিনা কারণে রেগে যেত। আমার মনে হয় বৌয়ের উপর রাগ থেকে এই কাজ করল ও।’’

Advertisement
আরও পড়ুন