ধৃত তিন। নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদ জেলাতে জাল আধার কার্ড চক্রের তিনজন পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। বেশ কিছু দিন ধরেই জঙ্গিপুর এবং বহরমপুর এলাকায় জাল আধার কার্ড চক্র সক্রিয় ছিল। সেই চক্র ভাঙতেই সোমবার রাতে অভিযান চালায় জঙ্গিপুর জেলা পুলিশ।
মঙ্গলবার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেছেন, ‘‘সাগরদিঘি থানার অন্তর্গত দস্তুরহাট নীচুপাড়া তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে প্রায় মাস খানেক ধরেই জাল আধার কার্ডের চক্র চলছিল। এরা অসৎ উদ্দেশ্য এই জাল আধারকার্ড বানিয়ে দিত এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা উপার্জন করত।’’
গ্রেফতার হওয়া তিন ব্যক্তির নাম অতুল চৌধুরী, বিজয় রায় এবং আমজাদ শেখ। ধৃত তিন জনেরই বাড়ি জিয়াগঞ্জ এলাকায়। অভিযুক্তদের কাছ থেকে ল্যাপটপ, কালার প্রিন্টার এবং বায়োমেট্রিক মেশিন-সহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।