West Bengal Panchayat Election 2023

বিজেপির দুই গোষ্ঠীর টিকিট নিয়ে মারামারি

সোমবার রাতে দয়াল দাসের এক অনুগামী প্রভাত সিকদারকে মারধর করে বলে অভিযোগ। শক্তিনগর জেলা হাসপাতালের বিছানায় শুয়ে প্রভাত সিকদার বলেন, “বুথের কর্মীরা চাইছে যে, আমি প্রার্থী হই।”

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ০৭:৫৩
An image of the leaders

হাঁসখালির পায়রাডাঙ্গা গ্রামের বিজেপি কর্মী প্রভাত শিকদার (বাঁ দিকে) ও রঞ্জিত মজুমদার (ডান দিকে)। নিজস্ব চিত্র।

টিকিট নিয়ে বিজেপির দুই নেতার মধ্যে রেষারেষি। তারই জেরে সোমবার রাতে হাঁসখালিতে বিজেপির দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায় দুই পক্ষের দু’জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। হাঁসখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার রাতে ঘটনাটি ঘটে হাঁসখালি থানার ময়ূরহাট ১ গ্রাম পঞ্চায়েতের পায়রাডাঙা এলাকায়। ওই গ্রামে বিজেপির দুই নেতা। এক জন বিজেপির এসসি মোর্চার ৪৯-এ জেলা পরিষদ মণ্ডল কমিটির সহ সভাপতি প্রভাত সিকদার। অন্য জন বিজেপির ওই একই মণ্ডলের সহ সভাপতি দীপঙ্কর দাস ওরফে দয়াল। প্রভাত সিকদারের বাড়ি ২০৬ নম্বর বুথ এলাকায় আর দীপঙ্কর দাসের বাড়ি পাশের ২০৫ নম্বর বুথ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০৬ নম্বর বুথে দু’জনই প্রার্থী হতে চাইছেন। তাই নিয়েই দুই নেতার মধ্যে বিরোধ চরমে উঠেছিল। সম্প্রতি তাঁদের নিজেদের মধ্যে বৈঠকও হয়। কিন্তু কোনও সিদ্ধান্তে আসতে পারেনি দুই পক্ষ।

Advertisement

সোমবার রাতে দয়াল দাসের এক অনুগামী প্রভাত সিকদারকে মারধর করে বলে অভিযোগ। শক্তিনগর জেলা হাসপাতালের বিছানায় শুয়ে প্রভাত সিকদার বলেন, “বুথের কর্মীরা চাইছে যে, আমি প্রার্থী হই। কিন্তু পাশের বুথের দীপঙ্কর দাস আমাদের বুথে এসে প্রার্থী হতে চাইছে। সেটা আমাদের বুথের কর্মীরা মানতে চাইছে না।” তাঁর দাবি,“সোমবার রাতে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় দীপঙ্কর দাসের লোক রঞ্জিত মজুমদার আমাকে মারধর করে।”

আবার দীপঙ্কর দাসের দাবি,“২০৬ নম্বর বুথে এক জন ভাল প্রার্থী চাইছে বুথের কর্মীরা। তারা আমাকেই চাইছে। প্রভাত সিকদার সেটা মানতে পারছে না। তাই সে আমার ঘনিষ্ঠ লোক রঞ্জিত মজুমদারকে বেধড়ক মেরেছে। তাকে বগুলা গ্রামীঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।” মণ্ডল সভাপতি দেবপ্রসাদ কীর্তনিয়া এ ব্যাপারে মন্তব্য করেন, “খুবই সামান্য বিষয়। আলোচনা করে মিটিয়ে ফেলা হবে।”

Advertisement
আরও পড়ুন