—নিজস্ব চিত্র।
পানীয় জলের অবৈধ কারবার করার অভিযোগে রঘুনাথগঞ্জে বন্ধ করে দেওয়া হল একটি বেআইনি প্লান্ট। সোমবার বিকেলে ওই প্লান্টে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা।
পুলিশ সূত্রে খবর, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বাঁশতলা এলাকায় ওই প্লান্টের লাইসেন্স ছিল না। অভিযানের সময় প্লান্টে তল্লাশি চালিয়ে জলের বোতল, স্টিকার-সহ বিভিন্ন যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূগর্ভস্থ জল তুলে বেআইনি ভাবে তা বিক্রি করা হত। এলাকার বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে অভিযানের পর অবৈধ প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা আধিকারিক কিশোর বিশ্বাস বলেন, “এই প্লান্টের জন্য কোনও লাইসেন্স ছিল না। এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার পর খাদ্য সুরক্ষা আইনে পদক্ষেপ করা হবে।”