Post Poll Violence

Post poll Violence: পুলিশের ভয়ে অভিযোগ কম, মত মানবাধিকার কমিশনের, ভয় দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল

ভোটের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস অভিযোগ তুলে আসছে বিজেপি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৭:৫৯

—নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদে ‘ভোট পরবর্তী হিংসা’-র পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশনের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। একে একে জেলার বিজেপি নেতারাও দেখা করতে আসেন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে। ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।

ভোটের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস অভিযোগ তুলে আসছে বিজেপি। সেই অভিযোগ খতিয়ে দেখতেই জেলায় এসেছেন বলে জানিয়েছেন গেরুয়া শিবিরের নেতৃত্ব। কমিশনের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আতিফ রসিদ।

Advertisement

তিনি বলেন, ‘‘প্রায় একশো জনের অভিযোগ নেওয়া হয়েছে। সমস্ত অভিযোগের ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। তবে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের যে অনেক ক্ষোভ আছে, তা বোঝা গেল। এখানকার বহু মানুষই পুলিশকে ভয় করেন, ফলে অনেকেই আমাদের কাছে এসে অভিযোগ দায়ের করেননি। আমরা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন যাতে সাধারণ মানুষকে সুরক্ষা প্রদানের কর্তব্যে অবিচল থাকে, তার নির্দেশ দিয়েছি।’’ কমিশনের তরফে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মানুষের উপর কোনও হামলা হলে তার দায় নিতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকে।

এ বিষয়ে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস মুখপাত্র অপূর্ব সরকার জানান, ‘‘মুর্শিদাবাদ জেলাতে মাত্র দুটো আসন দখল করেছে বিজেপি, তাই তারা মানুষকে ভয় দেখাতে মানবাধিকার কমিশনকে নিয়ে এসেছে। আখেরে এ সবে লাভ হবে না।’’

আরও পড়ুন
Advertisement