Covid -19

Asim Sarkar: অসুস্থ হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম, জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি হাসপাতালে

অসীম করোনা আক্রান্ত কি না, তা এখনও জানা যায়নি। তাঁর কোভিড পরীক্ষা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
হরিণঘাটা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৫:৫৮

—নিজস্ব চিত্র।

অসুস্থ নদিয়ার হরিণঘাটা কেন্দ্রের বিধায়ক তথা বিখ্যাত কবিয়াল অসীম সরকার। শনিবার রাতেই রাতে‌ই তাঁকে কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ রয়েছে তাঁর, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

অসীম করোনা আক্রান্ত কি না, তা এখনও জানা যায়নি। তাঁর কোভিড পরীক্ষা হয়েছে। কিন্তু সেই রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি।

গত বেশ কয়েক দিন থেকে জ্বর, সর্দি, কাশি ছিল তাঁর। তিনি জানান, শনিবার তাঁর শরীরের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি। এর পরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নীলিমা নাগকে ১৫ হাজার ২০০ ভোটে হারিয়ে হরিণঘাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন অসীম।

Advertisement
আরও পড়ুন
Advertisement