Murder

Murder: ফ্যান বন্ধ করা নিয়ে বচসা, বাবার মাথায় চেলা কাঠ দিয়ে আঘাত ছেলের, হাসপাতালে মৃত্যু

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আফজলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৩:০৬
বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।

বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। গ্রাফিক: শৌভিক দেবনাথ

ছেলের হাতে খুন হলেন বাবা। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে। মৃতের নাম আফজল শেখ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রঘুনাথগঞ্জের সম্মতিনগরের ডিহিপাড়ার বাসিন্দা আফজল। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নমাজ থেকে ফেরার পর ফ্যান বন্ধ করা নিয়ে ছেলে আনারুল শেখের সঙ্গে তাঁর বচসা হয়। আচমকা আনারুল এক টুকরো কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে আসা হয়। তবে কিছু ক্ষণের মধ্যেই তিনি মারা যান।

Advertisement

আফজলের আত্মীয় ইসমাইল শেখ বলেন, ‘‘আনারুল বছর দশেক বয়স থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন। ও শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় ফ্যান চালিয়ে ঘুমোত। আজ সকালে নমাজ থেকে ফিরে ওর বাবা ফ্যান বন্ধ করে দেয়। এর পর ও বাবার মাথায় এক টুকরো কাঠ দিয়ে আঘাত করে।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আফজলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Advertisement