জুলাইয়ে বৃষ্টিপাতের ঘাটতি ৫৭ শতাংশ, মাথায় হাত চাষিদের

বৃষ্টিপাতের ঘাটতির কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে কৃষি প্রধান এই জেলায়। বৃষ্টিপাতের ঘাটতির কারণে পর্যাপ্ত জল নেই জলাশয়ে। ফলে পাট জাঁক দেওয়ার সমস্যা দেখা দিয়েছে।

Advertisement
মফিদুল ইসলাম
হরিহরপাড়া শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ০৬:৩৮
Murshidabad Farmers worried

চিন্তায় কৃষকরা। — ফাইল চিত্র।

শ্রাবণের মাঝামাঝি সময়েও হয়নি পর্যাপ্ত বৃষ্টিপাত। প্রতিদিন বাড়ছে বৃষ্টিপাতের ঘাটতির ফারাক। আবহাওয়া বিশেষজ্ঞেরা বলছেন, জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কথা ৭৫৩ মিলিমিটার, সেখানে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪২৩ শতাংশ। মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের আবহাওয়া দফতরের বিষয়বস্তু বিশেষজ্ঞ সাগ্নিক দাস বলেন, ‘‘খাতায় কলমে বর্ষাকাল। প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস থাকছে, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হচ্ছে না। বিশ্বজুড়ে আবহাওয়া পরিবর্তনের প্রভাব বলে মনে হচ্ছে।’’

Advertisement

বৃষ্টিপাতের ঘাটতির কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে কৃষি প্রধান এই জেলায়। বৃষ্টিপাতের ঘাটতির কারণে পর্যাপ্ত জল নেই জলাশয়ে। ফলে পাট জাঁক দেওয়ার সমস্যা দেখা দিয়েছে। চাষিদের অনেকে নদী, খাল, বিলে পাট জাঁক দিচ্ছেন। অনেক জায়গায় আবার শুকনো জলাশয়ে পাম্পসেট চালিয়ে জল ভর্তি করে পাট জাঁক দিচ্ছেন চাষিরা। অনেক চাষি জলের অভাবে পাট কাটতে পারছেন না। নওদার চাষি নিমাই মণ্ডল বলেন, ‘‘এ বছর ঠিক মতো বৃষ্টি না হওয়ার কারণে পাটের বৃদ্ধি হয়নি। পাট জাঁক দেওয়া নিয়েও সমস্যা দেখা দিয়েছে। পাট এক জায়গা থেকে বহন করে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। পাম্পসেট চালিয়ে পাট জাঁক দিতে হচ্ছে। ফলে চাষের খরচও অনেক বাড়ছে।’’ যদিও অল্প জলে বৈজ্ঞানিক উপায়ে পাট জাঁক দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার ও কৃষি দফতরের তরফে পাট জাঁক দেওয়ার জন্য ক্রাইজাফ সোনা পাউডার, নিমফেট পাউডার চাষিদের দিচ্ছেন।

জেলার অনেক চাষি পাট কেটে সেই জমিতে আমন ধান চাষ করেন। বৃষ্টিপাতের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে আমন ধানের চাষও। অধিকাংশ চাষি পাম্পসেট চালিয়ে জমি তৈরি করে আমন ধান রোয়ার কাজ করছেন। হরিহরপাড়ার চাষি সাইনুল শেখ বলেন, ‘‘ধানের চারা তৈরি হয়ে গিয়েছে। ফলে জমিতে জল ভরে, কাদা করে ধান লাগাতে হচ্ছে। চাষের খরচও বাড়ছে।’’

জেলা উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) মোহনলাল কুমার বলেন, ‘‘বৃষ্টিপাতের ঘাটতির কারণে চাষ কিছুটা ব্যাহত হচ্ছে। অগস্টে ঠিক মতো বৃষ্টিপাত হলে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে। অন্যথায় অগস্টের পরে চাষিদের বিকল্প চাষের পরামর্শ দেওয়া হবে।’’

আরও পড়ুন
Advertisement