নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারি সভাধিপতির নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কোভিড পরিস্থিতির জন্য এই মুহূর্তে নির্বাচন স্থগিত রাখা হচ্ছে। ১৬ জুন এই নির্বাচন হওয়ার কথা ছিল।
উল্লেখ্য মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন। নওদাতে নির্বাচনে দাঁড়িয়ে হেরেও যান। অন্য দিকে, সহ-সভাধিপতি বৈদ্যনাথ দাসও শুভেন্দু অধিকারীর হাক ধরে বিজেপি-তে যোগ দেন। পরে অনাস্থা প্রস্তাব আনার কথা হতেই দু’জনেই পদত্যাগ করেন। তার পর থেকে ওই দুটো পদ ফাঁকাই পড়ে রয়েছে।
১৬ জুন নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল।