Durga Puja 2021

Durga Puja 2021: শেষ বাজারে খুশি দোকানি, মণ্ডপে জনতা

পঞ্চমীর বিকালের তুলনায় ষষ্ঠীর সন্ধ্যায় ভিড় অনেকটাই বেশি দেখা গেল বেশ কিছু পুজো মণ্ডপে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নদিয়া শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ০৯:৩৪
মণ্ডপের সামনে ঝোলানো নির্দেশিকা। নবদ্বীপের এক মণ্ডপে। নিজস্ব চিত্র

মণ্ডপের সামনে ঝোলানো নির্দেশিকা। নবদ্বীপের এক মণ্ডপে। নিজস্ব চিত্র

উৎসব শুরুর মুখে পুজোর বাজারে কার্যত ঝোড়ো ব্যাটিং করলেন ক্রেতারা। পঞ্চমীর পর ষষ্ঠীর দিনও জেলার বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় ছিল। এতে ছোট ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সোমবার সন্ধ্যার দিক থেকে কোনও কোনও মণ্ডপে ইতস্তত মানুষের দেখাও পাওয়া গিয়েছে। তবে মাস্ক নিয়ে বেপরোয়া দেখা গিয়েছে রাস্তায় অনেককেই।

পুজোর কেনাকাটায় আক্ষরিক অর্থেই উৎসাহী মানুষের ভিড় দেখা গিয়েছিল পঞ্চমীতেও। ষষ্ঠীর দিনও শেষ মুহূর্তের কেনাকাটার জন্য ভিড় করেছেন মানুষজন। বেশিরভাগ ব্যবসায়ীদের কথায়, পঞ্চমীর দিনের মধ্যেই সিংহ ভাগ মানুষ কেনাকাটা সেরেছেন। তবে ষষ্ঠীর দিনও খুব একটা ঘাটতি ছিল না সেই উৎসাহে। এ দিনও নবদ্বীপ, কৃষ্ণনগর, তাহেরপুর, শান্তিপুরের মত জায়গায় দোকানপাটে মানুষ গিয়েছেন। তবে পঞ্চমীর তুলনায় কোনও কোনও জায়গায় কিছুটা হলেও ভিড় কম ছিল। অনলাইন কেনাকাটা বা শপিং মল থেকে কেনাকাটার আগ্রহে ক্রমশ বাজারে ছোট ব্যবসায়ীদের ব্যবসা কমছে। উৎসব শুরুর দিকে বাজারের এই কেনাকাটায় কিছুটা হলেও হাসি ফুটেছে ছোট ব্যবসায়ীদের। নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রিজ়ের যুগ্ম সম্পাদক তারক দাস বলেন, “শেষ মুহূর্তে কিছুটা হলেও বিক্রিবাটা ভালই হয়েছে। ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।”

Advertisement

পঞ্চমীর বিকালের তুলনায় ষষ্ঠীর সন্ধ্যায় ভিড় অনেকটাই বেশি দেখা গেল বেশ কিছু পুজো মণ্ডপে। এ বার কল্যাণী শহরে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো, এ-৯ স্কোয়ার পার্কের পুজো, বি-৯ বোট পার্কের পুজো। হরিণঘাটার জাগুলির সিমহাট পল্লি উন্নয়ন সমিতি, নবোদয় সঙ্ঘের পুজো বড় পুজো, লাউপালার শিমুলতলার পুজো বেশ বড় পুজো। সেখানেও ষষ্ঠীর দিন তুলনামূলক বেশি ভিড়ই লক্ষ্য করা গিয়েছে। পুজো কমিটিগুলির পক্ষ থেকে করোনা বিধিনিষেধ নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে। মাস্ক ছাড়া কোনও মণ্ডপেই ঢুকতে দেওয়া হচ্ছে না। মাইকে প্রচারও করা হচ্ছে করোনাবিধি মেনে চলতে। তবে দর্শনার্থীদের অনেকেই দেখা গেল, মুখে মাস্ক পরছেন না। মোবাইলে ছবি তোলা উপলক্ষে মাস্ক খুলে ফেলা তো আকছার।

রানাঘাট মহকুমার বাদকুল্লা দুর্গাপুজো ঘিরে মানুষের উৎসাহের ঢল নামে প্রতি বছরই। তবে এ বার সেই ঢল না থাকলেও ষষ্ঠীর সন্ধ্যায় অল্পস্বল্প মানুষ মণ্ডপে যেতে শুরু করেন। ফুলিয়া এলাকাতেও দেখা গিয়েছে একই চিত্র। নবদ্বীপে ষষ্ঠীর বিকেল পর্যন্ত সে ভাবে মণ্ডপে মানুষের উপস্থিতি ছিল না। ফুলিয়া, তাহেরপুর, বাদকুল্লা-সহ বেশ কিছু জায়গায় সন্ধ্যা থেকেই রাস্তায় বাইক, গাড়ির উপস্থিতি নজরে এসেছে। তবে মাস্ক ব্যবহারে অনীহা ছিল সর্বত্রই।

আরও পড়ুন
Advertisement