গ্রাফিক: সনৎ সিংহ।
আজ থেকে ভারত-নিউ জ়িল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আজ নামছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে প্রতিপক্ষ লেবাননের মেজমেহ। থাকছে আইপিএলের সব খবর। সৌদি প্রো লিগে রয়েছে রোনাল্ডোদের বড় ম্যাচ।
কিউয়িদের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট, মানরক্ষার পালা রোহিতদের
আজ থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট। এটি সিরিজ়ের শেষ ম্যাচ। প্রথম দু’টি টেস্টে হেরে সিরিজ় খুইয়েছেন রোহিত শর্মারা। শেষ টেস্টে জিতে কি কিছুটা মুখরক্ষা করতে পারবে ভারত? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
৪ গোলে জোতার পর আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল, এএফসি চ্যালেঞ্জ লিগে সামনে লেবাননের ক্লাব নেজমেহ
এএফসি চ্যালেঞ্জ লিগে আজ আবার নামছে ইস্টবেঙ্গল। ভুটানের একই মাঠে খেলা। আগের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে হারিয়েছেন আনোয়ার আলিরা। ন’ম্যাচ পর জয়ের মুখ দেখেছে লাল-হলুদ। এ বার খেলতে হবে লেবাননের নেজমেহর বিরুদ্ধে। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে।
আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা শেষ, নিলামের আগে সব খবর
আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা হয়ে গিয়েছে। ১০টি দল কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে, তা জানা গিয়েছে। এ বার অপেক্ষা বড় নিলামের। তার আগে বিভিন্ন দলের খবর।
অস্ট্রেলিয়ায় প্রথম পরীক্ষায় ব্যর্থ অভিমন্যু, নীতীশ, এ বার কী হবে?
অস্ট্রেলিয়া সফরের আগে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের। আরও স্পষ্ট করে বললে দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ও নীতীশ কুমার রেড্ডির। ভারতের টেস্ট দলে থাকা এই দুই ক্রিকেটার ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে চলে গিয়েছেন। প্রথম দিন দু’জনেই ব্যর্থ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অভিমন্যু করেছেন ৭ রান, নীতীশ কোনও রান করতে পারেননি। চার দিনের টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৫:৩০ থেকে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরের বড় ম্যাচ
সৌদি প্রো লিগে আজ খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। তাদের সামনে বড় ম্যাচ। খেলতে হবে লিগে শীর্ষ স্থানে থাকা আল হিলালের সঙ্গে। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রোনাল্ডোর দল তৃতীয় স্থানে রয়েছে। আল হিলালের আট ম্যাচে ২৪ পয়েন্ট। খেলা শুরু রাত ১১:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।