নিমতিতা রাজবাড়িতে পুজোর আয়োজন। ছবি: গৌতম প্রামাণিক
তখন ক্লাস চলছে। ক্লাসের শিক্ষক তখন স্বাধীন ভট্টাচার্য। দুর্গা পুজো মন্ত্র কার কেমন মনে রয়েছে একটু ঝালিয়ে নিচ্ছিলেন স্বাধীনবাবু। শিক্ষার্থী এক পুরোহিত জিজ্ঞাসা করলেন,
‘‘এ বছরও কি গঙ্গা জল হাতে দেওয়ার আগে স্যানিটাইজ় দিতে হবে?’’ স্বাধীনবাবুর তৎক্ষণাৎ উত্তর, ‘‘অবশ্যই। প্রথমে স্যানিটাইজ়ার দিয়ে ভাল করে হাত পরিষ্কার করে মুখে মাস্ক লাগিয়ে তার পর হাতে গঙ্গা জল নিয়ে তিন বার নমো বিষ্ণু বলে শুরু করতে হবে।’’
এমনই বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমেই করোনা আবহে দুর্গাপুজো করতে পুরোহিতদের বিশেষ প্রশিক্ষণ দিল মুর্শিদাবাদ জিয়াগঞ্জ-আজিমগঞ্জ ব্রাহ্মণ পুরোহিত কল্যাণ সমিতি। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার একটি লজে তিনদিন ধরে চলা ওই প্রশিক্ষণ শিবির শনিবার শেষ হল।
সমিতির সম্পাদক তথা রাষ্ট্রপতি পদক প্রাপ্ত শিক্ষক নাড়ুগোপাল চট্টোপাধ্যায় জানান, করোনা আবহে পুরোহিতদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। শুধু করোনা কালে পুজোর প্রশিক্ষণই নয় বাল্যবিবাহ রোধেও জোর দেওয়া হয়েছে বলেই খবর। নাড়ুগোপাল জানান, সরকারি রেজিস্ট্রেশন ছাড়া মন্দিরে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে হয় বিয়ের আগে কিংবা বিয়ের দিন মন্দিরেই করতে হবে সরকারি রেজিস্ট্রেশন শুধু নয়। পাত্রপাত্রীর রক্তের গ্রুপও মিলতে হবে সঙ্গে দেখাতে হবে সেই কাগজও। নাড়ুগোপাল বলেন, ‘‘করোনা বিধি মেনে কিভাবে পুজো করতে হবে সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’’