ডোমকলের ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন বধূর পরিজনেরা। —নিজস্ব চিত্র।
লোকচক্ষুর আড়ালে তিন মাসের শিশুপুত্রকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ডোমকলের এক বধূ, এমন দাবি পড়শিদের। কিন্তু তা সত্ত্বেও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়নি ওই বধূর পরিবার। গোটা ঘটনার পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ডোমকলের ধুলাউড়ির জোতকানাই এলাকার বাসিন্দা ওই বধূর নাম রাইনা বিবি (১৮)। তিন মাসের শিশুপুত্র আবু রাইহান খন্দকারকে খুন করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। তবে কেন নিজের ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাইনার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বছরখানেক আগে জলঙ্গির নটিয়াল গ্রাম এলাকার রাইনার বিয়ে হয়েছিল এখানে। মাস তিনেক আগে ছেলের জন্মের পর থেকেই চুপচাপ থাকতেন রাইনা। এমনকি, অস্বাভাবিক আচরণ করতেন বলেও পরিবারের দাবি। সোমবার সকালে পরিবারের সকলের অলক্ষে রাইনা আবুকে খুন করেন বলে অভিযোগ। এর পর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সোমবার স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে ওই বধূ নিজের ছেলেকে খুন করেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।