Nadia

বিচারাধীন বন্দির মৃত্যু রানাঘাট সংশোধনাগারে, চাঞ্চল্য

Advertisement
নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২২:৫৯

প্রতীকী ছবি।

এক বিচারাধীন বন্দির মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল নদিয়ার রানাঘাট সংশোধনাগারে। শনিবার সকালে প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে আকস্মিক মৃত্যু হয় তাহেরপুরের বাসিন্দা বছর পঞ্চান্নর জয়দেব বর্মণের। মৃত ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সংশোধনাগার কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে জয়দেবের পরিবার।

সংশোধনাগার সূত্রে খবর, শনিবার সকালে অসুস্থ বোধ করতে থাকেন জয়দেব। এর পর তাঁকে তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয়দেবের দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। বিচারাধীন বন্দির মৃত্যু প্রসঙ্গে সংশোধনাগার কতৃপক্ষের তরফে ডেপুটি কারেশনাল অফিসার মনোজ রায় বলেন, ‘‘প্রার্থনার পরে ওই ব্যক্তি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।’’

Advertisement

সংশোধনাগার কতৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। মৃত ব্যক্তির আত্মীয় বিনয় দাস বলেন, ‘‘জয়দেবের উচ্চ রক্তচাপ ছিল। সব জানা সত্যেও হাসপাতাল কতৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।’’

আরও পড়ুন
Advertisement