Mohammed Salim

আখের রসের মতো টাকা বার করব, সভায় সেলিম

ভিড়ে ঠাসা জনতার দিকে আঙুল তুলে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম রবিবার বিকেলে ইসলামপুরের নেতাজি পার্কে শাসক দলের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন।

Advertisement
সুজাউদ্দিন বিশ্বাস
ইসলামপুর শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ০৯:৪৫
চায়ের দোকানে সেলিম।

চায়ের দোকানে সেলিম।

‘‘রাস্তায় চলতে চলতে আখের রস তৈরির মেশিন দেখেছেন? আখ চিপে রস বের করা হয় দেখেছেন? গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পরে ওই ভাবেই পঞ্চায়েতের লুট হওয়া টাকা চিপে বের করে নেওয়া হবে। আর সেই মেশিন তৈরি করার কাজ চলছে আমাদের’’ ভিড়ে ঠাসা জনতার দিকে আঙুল তুলে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম রবিবার বিকেলে ইসলামপুরের নেতাজি পার্কে শাসক দলের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন। বামেদের সারা ভারত খেতমজুর ইউনিয়নের সমাবেশে ওই সংগঠনের রাজ্য সম্পাদক অমিও পাত্র ছাড়াও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এ দিনের প্রকাশ্য সমাবেশে।

এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলতে উঠে আক্রমণ শানান পুলিশের দিকে। তার বক্তব্য, ‘‘এখানকার পুলিশ শাসক দলের চাটুকারিতা করছে।’’ রানিনগরের বিধায়ক তৃণমূলের সৌমিক হোসেন বলেন, ‘‘এই জেলার মানুষ সিপিএমকে হাড়ে হাড়ে চেনে। এ সব নাটক করে, হুমকি দিয়ে কোনও লাভ হবে না। পঞ্চায়েত নির্বাচনের পরেই লেজ গুটিয়ে আবার কলকাতায় গিয়ে বসে থাকতে হবে রাজ্যের নেতাদের।’’ এদিন সভা শেষে ইসলামপুর বাজারে একটি চায়ের দোকানে বসে চা খেতে শুরু করেন মোহাম্মদ সেলিম সহ বাম নেতৃত্ব। সেখানেও ভিড় হয়।

Advertisement
আরও পড়ুন
Advertisement