Arrest

তিন কোটি টাকা তছরুপের অভিযোগে সমবায় সমিতির কর্মী গ্রেফতার নদিয়ায়

কালীগঞ্জের হাটগাছা পঞ্চায়েতের আশাচিয়া গ্রামের একটি সমবায় সমিতির কর্মী ছিলেন ক্যারামাতুল্লা। দীর্ঘ তিন বছর ধরে নানা অনিয়ম করে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২২:৫২

প্রতীকী ছবি।

সমবায় সমিতির তিন কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে এক কর্মীকে গ্রেফতার করল কালীগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম ক্যারামাতুল্লা শেখ। তাঁকে বুধবার কৃষ্ণনগর আদালতে হাজির করানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক।

কালীগঞ্জের হাটগাছা পঞ্চায়েতের আশাচিয়া গ্রামের একটি সমবায় সমিতির কর্মী ছিলেন ক্যারামাতুল্লা। দীর্ঘ তিন বছর ধরে নানা অনিয়ম করে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। ভুয়ো লোন দেওয়া-সহ উপভোক্তাদের জমা দেওয়া টাকা নানা ভাবে আত্মসাৎ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তী তদন্ত হবে।’’

Advertisement
আরও পড়ুন
Advertisement