TMC

মিষ্টি খেয়ে তৃণমূলে যোগদান কান্দির দুই কংগ্রেস পঞ্চায়েত সদস্যের, বললেন, মমতাই আদর্শ

মুর্শিদাবাদ জেলার কান্দি কারবালা রোডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন পঞ্চায়েত ভোটে জয়ী দুই কংগ্রেস প্রার্থী ইন্দ্রজিৎ সাহা এবং লালন সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ২১:০৫
Congress Panchayat members join TMC in Kandi

তৃণমূলে যোগদান পঞ্চায়েত ভোটে জেতা কংগ্রেস প্রার্থীদের। —নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবেসে রাজনীতির আঙিনায় এসেছিলেন। তাঁকে দেখেই রাজনীতি শুরু করেন। তাই কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জিতেও যোগ দিলেন তৃণমূলে। রাজ্যের ‘উন্নয়নে শামিল’ হতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলায় হাত শিবিরের পঞ্চায়েত সদস্যা তুলে নিলেন ঘাসফুল আঁকা পতাকা। সোমবার তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের প্রতীকে জয়ী পঞ্চায়েত সদস্যরা। মুর্শিদাবাদ জেলার কান্দি কারবালা রোডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্লক সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন পঞ্চায়েত ভোটে জয়ী দুই কংগ্রেস প্রার্থী ইন্দ্রজিৎ সাহা এবং লালন সরকার। অন্য দিকে, তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর রাজনীতি করার অভিযোগে কটাক্ষ করেছে কংগ্রেস।

সোমবার ভরতপুর-১ ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নেন সিজগ্রাম এলাকার কংগ্রেসের টিকিটের জয়ী ইন্দ্রজিৎ এবং লালন। তাঁরা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছি।’’ লালন জানান, মমতাকে আদর্শ করে রাজনীতিতে তাঁর পথচলা শুরু হয়। দু’জনই বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শামিল হতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।’’

Advertisement

এই দলবদলকে কটাক্ষ করছে কংগ্রেস। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘নিজেদের প্রতীকে প্রার্থী জেতানোর ক্ষমতা নেই। তাই জয়ী প্রার্থীদের প্রলোভন কিংবা ভয় দেখিয়ে দলে নিচ্ছে তৃণমূল।’’

আরও পড়ুন
Advertisement