কয়লা-কাণ্ডে সিবিআইয়ের হানা। নিজস্ব চিত্র।
কয়লা-কাণ্ডে তদন্তে জেলায় জেলায় হানা সিবিআই আধিকারিকদের। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কায় এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিআইএসএফ আধিকারিক আনন্দকুমার সিংহের বাড়ি ফরাক্কায়। কয়লা পাচার-কাণ্ডে তাঁর নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। বৃহস্পতিবার সকালেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। পাচার সংক্রান্ত আরও তথ্যের জন্য তল্লাশি চালানো হচ্ছে তাঁর বাড়ি।
অন্য দিকে, মঙ্গলবার সকালে ইসিএল-এর সাতগ্রাম এলাকার জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের অফিসেও হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। কয়লা পাচার সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে এই এরিয়া অফিসের বিরুদ্ধে। ইসিএল-এর ওই আধিকারিকের বাড়ি আসানসোলের সুগম পার্ক এলাকায়। সেখানেও বৃহস্পতিবার পৌঁছে গিয়েছে সিবিআই।