bomb blast in Jangipur

বাড়িতে মজুত বোমা ফেটে গুরুতর জখম এক, পঞ্চায়েত ভোটের আগে চাঞ্চল্য জঙ্গিপুরে

সোমবার লালগোলা থানা এলাকার বড় চুংলা মিয়াপুরের ঘটনাটি ঘটেছে। জখম ব্যক্তি বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১২:৪৩
A representational image of Bomb blast in Jangipur

মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ। প্রতীকী ছবি।

পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফোরণের ঘটনায় আবার চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। বোমার ঘায়ে আহত হয়েছেন এক জন। সোমবার লালগোলা থানা এলাকার বড় চুংলা মিয়াপুরে ঘটনাটি ঘটেছে। জখম ব্যক্তি বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, ‘‘বিস্ফোরণের কথা জানতে পেরেছি। তবে কী ধরনের বিস্ফোরণ, সেটা বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন।’’

স্থানীয় সূত্রে খবর, বাড়িতে মজুত থাকা বোমার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় লালগোলা থানার পুলিশ। জখম ব্যক্তিকে প্রথমে লালগোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে জঙ্গিপুর পুলিশ জেলার বম্ব স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, ওই বাড়ি থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে। সেগুলিকে নিষ্ক্রিয় করার চেষ্টা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন