কলকাতা মেট্রো। ছবি: সংগৃহীত।
কলকাতা মেট্রো রেলের তরফে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ রেলওয়ে-র ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি। সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে।
গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। তবে এই সুযোগ, শুধুমাত্র কালচারাল কোটাতে নিয়োগ করা হবে কর্মীদের। মোট শূন্যপদ রয়েছে দু’টি। সপ্তম পে কমিশন অনুযায়ী গ্রেড পে ১৯০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কালচারাল কোটা-তে নিয়োগ হওয়ার দরুন তবলা অথবা সিনথেসাইজার-এ ডিপ্লোমা/ ডিগ্রি/ সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
মেট্রো রেলওয়ে-র কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৩০ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহীদের।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মেট্রো রেলওয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।