Suvendu Adhikari

‘আরও ১৮-২০ হাজার চাকরি যাবে স্কুলে’! আবার ভবিষ্যদ্বাণী শুভেন্দুর, রানাঘাটের সভায়

শুভেন্দুর কটাক্ষ, ‘‘মাননীয় জ্ঞানদা, পার্থ চট্টোপাধ্যায় সভা-সমিতিতে বড় বড় জ্ঞান দিতেন। তিনি নদিয়াতেও আসতেন। তৃণমূলের এক বিধায়ক মানিক ভট্টাচার্য (নাকাশিপাড়ার) জেলে আছেন, এত্ত খেয়েছেন!’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:১৫
‘ডিসেম্বর ডেডলাইন’ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘ডিসেম্বর ডেডলাইন’ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

আবার ‘ডিসেম্বর ডেডলাইন’ বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার তাঁর ভবিষ্যদ্বাণী, আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষক-অশিক্ষক মিলিয়ে ১৮ থেকে ২০ হাজার ‘ভুয়ো’ চাকরিরতদের কাজ যাবে। নদিয়ায় রানাঘাটে দাঁড়িয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং তাপস সাহাদের তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘একটা সরকারের দেড় বছরে একের পর এক দুর্নীতি সামনে আসছে। বাংলার বেকার যুবক-যুবতীদের একটার পর একটা চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। কী ভাবে ক্লাস ফাইভ পাশ করা কেউ শিক্ষক হলেন?’’

গত ১৭ ডিসেম্বর রানাঘাটে সভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৩ ডিসেম্বর, শুক্রবার রানাঘাট থেকে শুভেন্দু যেন জবাবি সভা করলেন। যে যে ইস্যুতে অভিষেক বক্তব্য করেছেন, ধরে ধরে তা নিয়ে কটাক্ষ করলেন। সেই সঙ্গে আনলেন শাসকদলের বিরুদ্ধে উঠে আসা একের পর এক দুর্নীতি প্রসঙ্গ। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দুর বার্তা, ‘‘বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, ১৮ থেকে ২০ হাজার ভুয়ো চাকরি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, প্রাথমিক, উচ্চ প্রাথমিকে কয়েক সপ্তাহের মধ্যে চাকরি যাওয়া উচিত।’’

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় এসএসসিকে ভর্ৎসনা করেছে এসএসসি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ৯৫২ জন শিক্ষকের নাম, পরীক্ষার রোল নম্বর, পরিচয় এবং কোন স্কুলে চাকরি করছেন তা সর্বসমক্ষে আনতে হবে। তাঁর কথায়, ‘‘আদালতের নির্দেশের পরেও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে আশ্চর্য হলাম। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল। সেখানে কেন প্রার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে? কেন এই ঘোমটা?’’ তিনি এ-ও বলেন, ‘‘এই দুর্নীতি তো জনসমক্ষে আনা প্রয়োজন। সেখানে এখনও কেন আড়াল করছে কমিশন?’’ এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যে রানাঘাটের সভা থেকে শুভেন্দুর কটাক্ষ, ‘‘মাননীয় জ্ঞানদা, পার্থ চট্টোপাধ্যায় সভা-সমিতিতে বড় বড় জ্ঞান দিতেন। তিনি নদিয়াতেও আসতেন। কল্যাণীর টিঙ্কু থেকে চঞ্চল দেবনাথ হয়ে অনেকেই তাঁর শাগরেদ ছিল। তৃণমূলের এক বিধায়ক মানিক ভট্টাচার্য (নাকাশিপাড়ার) জেলে আছেন, এত্ত খেয়েছেন! তাপস সাহা (তেহট্ট) কে বলতে শোনা যাচ্ছে, ‘কাল তালিকা বেরোবে, আজ নোটের বান্ডিল দিয়ে যাও।’ এই জেলায় কারা কারা তৃণমূলে আছেন, সবাই দেখছেন তো? সবাই ভাবছেন চোরেদের কবে উচিত শিক্ষা হবে। বিরোধী দলনেতার সংযোজন, ‘‘উদ্বোধন হয়ে গিয়েছে। ৯১২ জনের চাকরি গত কালই চলে গিয়েছে। সবে তো শুরু হল।’’

শুভেন্দুর অভিযোগ, বেকার যুবক-যুবতীদের চাকরি স্রেফ ‘চুরি’ করা হয়েছে। তাঁর কথায়, ‘‘৫৮ হাজার চাকরি জালিয়াতি করেছে শাসকদল। এখন নদিয়া জেলার মাতব্বরদের সরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের।’’ এরই পাশাপাশি আবাস যোজনা নিয়ে চলমান বিতর্কেও শাসকদলকে খোঁচা দেন শুভেন্দু। বলেন, ‘‘বিজেপি মিথ্যা কথা বলে না। বিরোধী দলনেতাও বলে না। আপনারা আগামী পঞ্চায়েতে ভোটে বিজেপিকে জয়যুক্ত করলে ২০২৪ সালের আগে যোগ্যরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন, ধর্ম কিংবা দল দেখে নয়।’’

এর আগেও শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ করতে শোনা গিয়েছে শুভেন্দুকে। হাই কোর্টের নির্দেশে তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি যাওয়ার পর শুভেন্দুর দাবি ছিল, ‘‘শিক্ষক নিয়োগে এতটাই দুর্নীতি হয়েছে যে আরও ১০ থেকে ১৫ হাজার চাকরি যাবে।’’

আরও পড়ুন
Advertisement