সরাসরি
New Zealand tour of India 2024

আউট রোহিত, পুণে টেস্ট জিততে ভারতের চাই ২৭৮ রান, সিরিজ় জিততে নিউ জ়িল্যান্ডের চাই ৯ উইকেট

প্রথম ইনিংসে নিউ জ়িল্যান্ড ২৫৯ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৫৬ রানে। দ্বিতীয় ইনিংসে নিউ জ়িল্যান্ড করে ২৫৫ রান। টেস্ট জয়ের জন্য ভারতের লক্ষ্য ৩৫৯ রান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১১:৩৩
India vs New Zealand

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

সংক্ষেপে
প্রথম ইনিংসে নিউ জ়িল্যান্ড ২৫৯ রান করেছিল।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৫৬ রানে।
দ্বিতীয় ইনিংসে নিউ জ়িল্যান্ড করে ২৫৫ রান।
টেস্ট জয়ের জন্য ভারতের লক্ষ্য ৩৫৯ রান।
আরও
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১১:৩৮ key status

তৃতীয় দিনে মধ্যাহ্নভোজ

৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং ভারতের। রোহিত শর্মা আউট হলেও আক্রমণ থামাননি যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনার ৩৬ বলে ৪৬ রান করে অপরাজিত। তিনটি ছক্কা এবং তিনটি চার মেরেছেন তিনি। তাঁর সঙ্গে ব্যাট করছেন শুভমন গিল। ২০ বলে ২২ রান করে অপরাজিত তিনি। ভারতের জয়ের জন্য এখনও ২৭৮ রান প্রয়োজন।

timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১১:১০ key status

আউট রোহিত

দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল ভারত। ফরোয়ার্ড শর্টলেগে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। স্যান্টনারের বলে ডিফেন্স করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে লেগে বল চলে গেল উইল ইয়ংয়ের হাতে।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:৫৬ key status

আগ্রাসী শুরু ভারতের

পুণের মাঠে ৩৫৯ রানের লক্ষ্য ভারতের সামনে। যা খুব সহজ নয়। সেই রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং ভারতের। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মিলে আক্রমণ করতে শুরু করেছেন। ইনিংসের দ্বিতীয় বলটিতেই ছক্কা মারেন যশস্বী। 

timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:৪০ key status

ভারতের লক্ষ্য ৩৫৯ রান

পুণে টেস্ট জিততে হলে ৩৫৯ রান করতে হবে ভারতকে। শনিবার সকালে দ্রুত পাঁচ উইকেট হারায় নিউ জ়িল্যান্ড। জাডেজা একাই তুলে নেন তিন উইকেট। একটি উইকেট নেন অশ্বিন। রান আউট হয় একটি। ২৫৫ রানে শেষ নিউ জ়িল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:৩৪ key status

কিউয়িরা শেষ ২৫৫ রানে

timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:২৩ key status

আউট অজাজ

বড় শট খেলতে গিয়ে আউট অজাজ পটেল। বাঁদিকে দৌড়তে দৌড়তেই ক্যাচ ধরলেন ওয়াশিংটন।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:০৯ key status

আউট সাউদি

কোনও রান না করেই আউট সাউদি। অশ্বিনের বলে খোঁচা দিলেন তিনি। স্লিপে ক্যাচ ধরতে ভুল করেননি রোহিত।

timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:০৭ key status

আউট স্যান্টনার

জাডেজার বলে এ বার আউট মিচেল স্যান্টনার। ক্যাচ দিলেন বুমরার হাতে। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। নিউ জ়িল্যান্ড ইতিমধ্যেই ৩৪০ রানের বেশি লিড নিয়ে নিয়েছে।

timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ০৯:৫৯ key status

আউট ব্লান্ডেল

টম ব্লান্ডেলকে বোল্ড করলেন জাডেজা। ৪১ রানে আউট নিউ জ়িল্যান্ডের উইকেটরক্ষক। ব্লান্ডেল ভেবেছিলেন বল স্পিন করবে। কিন্তু বলটি সোজা গিয়ে উইকেটে লাগে। তাতেই বোল্ড হয়ে যান ব্লান্ডেল।

timer শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ০৯:৩৬ key status

বড় রানের পথে কিউয়িরা

তৃতীয় দিনের শুরুতেই ২০০ রানের গণ্ডি পার করে ফেলল নিউ জ়িল্যান্ড। জাডেজা এবং অশ্বিন মিলে শুরু করেছেন। তবে এখনও পর্যন্ত তাঁরা দুই ব্যাটার ফিলিপ্স এবং ব্লান্ডেলকে সে ভাবে বিপদে ফেলতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন