Crime Against Women

মৃত কিশোরীকে ‘ধর্ষণ’, দাবিতে অনড় বিজেপি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নদিয়ায় রেল লাইনের উপর থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। ট্রেনের ধাক্কায় সে মারা যায় বলে দাবি পুলিশের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ০৮:২৩
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

রেল লাইনের উপরে পাওয়া গিয়েছিল কিশোরীর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে ওই কিশোরী। পরিবারের লোকজন থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছেন। এ দিকে, রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকারের দাবি, ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার-সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা মৃত কিশোরীর বাড়ির এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান। যদিও মৃতের পরিবারের লোকজন ধর্ষণের অভিযোগ আনেননি বলে পুলিশ সূত্রে খবর। ওই ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নদিয়ায় রেল লাইনের উপর থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। ট্রেনের ধাক্কায় সে মারা যায় বলে দাবি পুলিশের। দেহ রানাঘাট পুলিশ মর্গে ময়না-তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ট্রেনের চালকও জানিয়েছেন, তিনি ওই কিশোরীকে ট্রেনের সামনে ঝাঁপ দিতে দেখেছেন। তবে বৃহস্পতিবার রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিধায়ক বিজেপি অসীম বিশ্বাস দলবল নিয়ে মর্গে উপস্থিত হয়ে মৃত্যুর কারণ জানতে প্রকৃত তদন্তের দাবি করেন। পাশাপাশি রানাঘাট কেন্দ্রের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে সমাজ মাধ্যমে দাবি করেন।

এই ঘটনায় তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “বিজেপি দেহ নিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে। ওদের ওই নোংরা রাজনীতি ধরে ফেলেছে বলেই বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। আগামী দিনে আরও করবেন।”

তবে এ দিনও জগন্নাথ সরকার নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “যে অবস্থায় মৃতদেহ পাওয়া গিয়েছে, তাতে ধর্ষণ বলেই মনে হচ্ছে। এটা আত্মহত্যা নয়। তৃণমূল সত্য ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। যে একটু আগে ফোনে কথা বলছিল, সে কী ভাবে আত্মহত্যা করতে পারে? কেউ যদি আত্মহত্যা করে তবে পোশাক খুলবে কেন?”

শুক্রবার কিশোরীর পরিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement