—ফাইল চিত্র।
গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে তৃণমূল সদস্যদের ভোটে জিতে গেলেন বিজেপি প্রার্থী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতে।
উপপ্রধান অনিতা মণ্ডল বিজেপি-র স্থানীয় নেত্রী। ওই পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএমের সদস্যরা তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তৃণমূল। এর পর তৃণমূলের পক্ষ থেকেই অনিতার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়েছিল গত ডিসেম্বর মাসে।
শুক্রবার দুপুরে প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে হয় অনাস্থা ভোট। ওই ভোটে উপস্থিত ছিলেন তৃণমূলের চার জন ও বিজেপি-র দু’জন সদস্য-সহ মোট ১০ জন। জানা যায়, ভোট গ্রহণের সময় তৃণমূলের দুই সদস্য ভুল করে অনিতাকেই ভোট দিয়ে দেন। বাকি দু’জন অবশ্য ইচ্ছে করেই দিয়েছেন।
পঞ্চায়েতের প্রধান ছোটন মেহেরা বলেন, ‘‘আজকের উপপ্রধান নির্বাচনে আতাউর সেখকে উপপ্রধান চেয়েছিল তৃণমূল। কিন্তু তৃণমূলের চার জন সদস্য বিজেপি-র উপপ্রধানের হয়ে ভোট দেন।’’