TET Protest

‘পুলি‌শ বাড়িতে এসে শাসাচ্ছে’! মমতার সফরের মধ্যেই নদিয়ায় অভিযোগ টেট আন্দোলনকারীর

কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত আছি। এ ধরনের কোনও অভিযোগ এখনও পাইনি আমরা।’’ শাসক দলের পক্ষ থেকেও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ২৩:২১

প্রতীকী ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়া সফরের মধ্যেই ওই জেলার এক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশ ও তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। কলকাতায় টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভে দীর্ঘ দিন ধরেই সক্রিয় মাটিয়ারির বাসিন্দা সঞ্চিতা বিশ্বাস নামে ওই চাকরিপ্রার্থী। অভিযোগ, তিনি যাতে টেট আন্দোলনে অংশগ্রহণ না করেন, তার জন্য বেশ কিছু দিন ধরেই হুমকি দিচ্ছেন শাসক দলের নেতা-কর্মীরা। তাতে পুলিশেরও মদত রয়েছে। এ নিয়ে কটাক্ষ তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

এ ব্যাপারে অশব্য কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত আছি। এ ধরনের কোনও অভিযোগ এখনও পাইনি আমরা।’’ শাসক দলের পক্ষ থেকেও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কল্লোল খাঁ বলেন, ‘‘ওঁদের (সঞ্চিতাদের) গোটা পরিবার বিজেপি করে। ওঁদের ব্যবহার করে তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে বদনাম করার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব।’’

Advertisement

সঞ্চিতার পরিবারের অভিযোগ, শাসক দলের নেতাদের হুমকি সত্ত্বেও মাথানত করেননি মেয়ে। তাই, এ বার বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে। শাসদ দলের নেতাদের হুমকির জেরে গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি সঞ্চিতার মায়ের। টেট চাকরিপ্রার্থীর মা করুণা ঘোষ বলেন, ‘‘বেশ কিছু দিন ধরেই বাড়িতে পুলিশ আসছে। আন্দোলনে না যাওয়ার জন্য বলছে ওঁরা। আমরা ভীষণ আতঙ্কে আছি।’’

এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘‘এটাই তৃণমূলের চরিত্র! তৃণমূল দলটা এ ভাবেই সন্ত্রাস-হিংসার বাতাবরণ তৈরি করে রাজ্যে টিকে আছে।’’

আরও পড়ুন
Advertisement