tmc leader

বিদ্যুৎ চুরির অভিযোগ বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে! এফআইআর করল বিদ্যুৎ দফতর

বড়ঞা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেত্রী সারদামণি ঘোষের স্বামী রাজকুমারের বিরুদ্ধে কিছু দিন আগে কয়েক জন গ্রামবাসী বিদ্যুৎ চুরির অভিযোগ তুলেছিলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
বড়ঞা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ২১:২৭
রাজকুমার ঘোষ।

রাজকুমার ঘোষ। —নিজস্ব চিত্র।

বিদ্যুৎ চুরির অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ঘটনা। ঘটনার জেরে বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের আকুন্দি গ্রামের বাসিন্দা রাজকুমার ঘোষ নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে বিদ্যুৎ দফতর।

স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে, বড়ঞা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেত্রী সারদামণি ঘোষের স্বামী রাজকুমারের বিরুদ্ধে কিছু দিন আগে কয়েক জন গ্রামবাসী বিদ্যুৎ চুরির অভিযোগ তুলেছিলেন। বেশ কয়েক দফায় তাঁর বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের তদন্ত করতে গিয়ে বিদ্যুৎ দফতরের স্থানীয় স্টেশন সুপারিনটেনডেন্ট (কান্দি ডিভিশন) বিদ্যুৎ চুরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেন।

Advertisement

এর পর ওই আধিকারিক স্থানীয় থানায় ভারতীয় দণ্ডবিধির ১৩৯ ধারায় রাজকুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বিরুদ্ধে ‘হুকিং’ করে বিদ্যুৎ নিয়ে চাষের জমিতে পাম্প চালানোর প্রমাণ মিলেছে বলে ওই স্থানীয় সূত্রটি জানিয়েছে।বিদ্যুৎ দপতরের সহকারী ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন শুক্রবার বলেন, ‘‘রাজকুমার ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির প্রমাণ মেলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ যদিও তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রাজকুমার ঘোষ বলেন, ‘‘আমার নামে তো কোনও কৃষিই জমি নেই। কৃষি কাজে ব্যবহারের জন্য বিদ্যুৎ চুরির অভিযোগ কী ভাবে আনা হল জানি না।’’

আরও পড়ুন
Advertisement